অন্তর্বাস থেকে সাবধান, শীতকালে জাঙ্গিয়া পরলে হারাতে পারেন যৌন ক্ষমতা


শীতকাল আসলেই যেন অলসতা বেড়ে যায় সকলের মধ্যে। ঘুম থেকে ওঠা থেকে ব্রাশ করা, স্নান, নিয়মিত জামাকাপড় পরিবর্তন সবেতেই যেন অলসতা কাজ করে। সম্প্রতি গবেষণায় দেখা গেছে শীতকালে ২ হাজার জনের মধ্যে প্রায় ৪৫ শতাংশ অন্তর্বাস বদল না করার প্রবণতা রয়েছে। যা থেকেই হতে পারে মারাত্মক বিপদ। 

Asianet News Bangla | Published : Dec 12, 2020 11:58 AM IST
18
অন্তর্বাস থেকে সাবধান, শীতকালে জাঙ্গিয়া পরলে হারাতে পারেন যৌন ক্ষমতা


প্রতিদিন নিয়ম করে যেমন ব্রাশ করা হয় মুখের জীবাণু দূর করতে, ঠিক তেমনই নিয়ম করে উচিত অন্তর্বাস পাল্টানো ।

28


 চিকিৎসকেরা জানাচ্ছেন,  কমপক্ষে ১২ ঘণ্টা অন্তর অর্থাৎ  দিনে  দু-বার অন্তর্বাস বদল করা উচিত বলে ।

38

ছেলে মেয়ে উভয়েরই এই নিয়ম মেনে চলা উচিত। কিন্তু শীতকাল আসলেই এই নিয়ম কেউই মেনে চলে না। এবং অন্তর্বাস নিয়ে এই অসতর্কতা ঘোর বিপদ ডেকে আনে। 

48

সমীক্ষা বলছে,  ছেলেদের অন্তর্বাস নিয়ে সাধারণত খুব বেশি চর্চা হয় না। কিন্তু এর ঠিকমতো ব্যবহার না জানলে হতে পারে মারাত্মক কঠিন বিপদ। 

58


গবেষকরা  বলছেন, অপরিস্কার জাঙ্গিয়া পরলে সেখান থেকে উরুসন্ধি,এমনকী পুরুষাঙ্গে ঘা হতে পারে। 

68


পলিয়েস্টার বা সিনথেটিক উপাদানে তৈরি অন্তর্বাস পরলে সেখান  থেকে পুরুষত্বহীনতাও ঘটতে পারে। 

78

অন্তর্বাস পরিষ্কার, সুতির এবং ঢিলাঢালা হওয়ায় ভাল। হালকা রংয়ের অন্তর্বাস ব্যবহার করা ভাল, যাতে নোংরা হলে তাড়াতাড়ি বোঝা যায়।

88


ঘুমের সময়ও কখনওই জাঙ্গিয়া পরা উচিত নয় এতে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়।  কিশোর ও তরুণদের জাঙ্গিয়া নিয়ে সবথেকে বেশি সতর্ক থাকা উচিত।

Share this Photo Gallery
click me!

Latest Videos