হাতের নখ সুন্দর হোক, তা সকলেই কাম্য। লম্বা, সুন্দর আকারের শক্তপোক্ত নখ সকলেই পছন্দ করে। এর ওপর সুন্দর করে নেইল পলিশ লাগাতে কিংবা নেইল আর্ট করতে কার না ভালো লাগে। তবে, গ্যাঁটের কড়ি খরচ করে এই সব নকশা নয় করলেন, তবে তা লং লাস্টিং না হলেই সব মাটি। নখে নেইল পলিশ লাগানোর কয়েক দিনের মধ্যে তা উঠে গেলে পুরো পরিশ্রমই বেকার হয়ে যাবে। এই সমস্যা থেকে মুক্তির উপায় রইল আজ। জেনে নিন কীভাবে নেইল কালার লং লাস্টিং করা যায়। নখ সাজালেই হল না, সেই সজ্জা বজায় রাখা সবার আগে দরকার। তাই নখের নকশা করার আগে এই ১০ টিপস অবশ্যই মেনে চলবেন।