করোনা জেরে নিম্নমুখী শেয়ার, আবারও বাড়ল সোনার দাম

গত তিনদিন ধরে সোনার দামের পতন হলেও। রবিবার আবারও বৃদ্ধি পেল সোনার দাম। সোনা নিয়ে এমনিতেই চিন্তার শেষ নেই মানুষের। কয়েক মাস ধরেই সোনার দাম উর্ধ্বমুখী। কখনও বাড়ছে তো কখনও সামান্য কমছে। সোনার দাম নিয়েই নাজহাল মধ্যবিত্ত। বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে সোনার দামেও ওঠা নামা চলতেই থাকে। আর এর মধ্যেই আবারও বৃদ্ধি পেল সোনার দাম।   বৃহস্পতি, শুক্র ও শনিবারে দাম খানিকটা কমে গিয়েছিল সোনার। আজ আবার তা বৃদ্ধি পায়।

deblina dey | Published : Mar 15, 2020 9:09 AM IST
18
করোনা জেরে নিম্নমুখী শেয়ার, আবারও বাড়ল সোনার দাম
২২ ক্যারটের সোনার ১ গ্রামের দাম গতকাল ছিল ৪,০৫০ টাকা যা আজ বেড়ে হয়েছে ৪,০৫১ টাকা।
28
২২ ক্যারটের সোনার ৮ গ্রামের দাম গতকাল ছিল ৩২,৪০০ টাকা যা আজ বেড়ে হয়েছে ৩২,৪০৮ টাকা।
38
২২ ক্যারটের সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪০,৫০০ টাকা যা আজ বেড়ে হয়েছে ৪০,৫১০০ টাকা।
48
২২ ক্যারটের সোনার ১০০ গ্রামের দাম গতকাল ছিল ৪০৫০০০ টাকা যা আজ বেড়ে হয়েছে ৪০৫১০০ টাকা।
58
২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম গতকাল ছিল ৪২৫০ টাকা যা আজ বেড়ে হয়েছে ৪২৫১ টাকা।
68
২৪ ক্যারাট সোনার ৮ গ্রামের দাম গতকাল ছিল ৩৪০০০ টাকা যা আজ বেড়ে হয়েছে ৩৪০০৮ টাকা।
78
২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪২৫০০ টাকা যা আজ বেড়ে হয়েছে ৪২৫১০ টাকা।
88
২৪ ক্যারাট সোনার ১০০ গ্রামের দাম গতকাল ছিল ৪২৫০০০ টাকা যা আজ বেড়ে হয়েছে ৪২৫১০০ টাকা ৷
Share this Photo Gallery
click me!

Latest Videos