নেইলপলিশ রিমুভারের এই অজানা ব্যবহারগুলি জানলে, অবাক হবেন আপনিও

Published : Oct 12, 2019, 12:08 PM ISTUpdated : Oct 12, 2019, 12:10 PM IST

শুধুমাত্র নেইলপলিশ তুলতেই নয়, নেইলপলিশ রিমুভার ব্যবহার করা যায় আরও আজানা বহু কাজে। দৈনন্দিন বহু কাজে সহজেই সমাধান করতে আপনি ব্যবহার করতে পারেন নেইলপলিশ রিমুভার। জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে আপনি ব্যাবহার করতে পারবেন নেইলপলিশ রিমুভার।

PREV
16
নেইলপলিশ রিমুভারের এই অজানা ব্যবহারগুলি জানলে, অবাক হবেন আপনিও
জুতোর কালি শেষ হয়ে গেলে, রিমুভার দিয়ে সহজেই জুতো পরিষ্কার করতে পারবেন। এর ফলে আবার জুতো হয়ে উঠবে চকচকে নতুনের মত।
26
দাড়ি কাটার ব্লেড ব্যবহারের পর যদি রিমুভার দিয়ে মুছে রাখেন, তবে দীর্ঘদিন অব্যাহত থাকবে রেজর এর ধার।
36
কোনওভাবে জামায় বা কাঁচের উপর জেদি আঠার দাগ থাকলে, তা সহজেই রিমুভারের সাহায্যে তুলে ফেলতে পারবেন। এ ক্ষেত্রে রিমুভার কাজ করে ম্যাজিকের মত।
46
রিস্টওয়াচের কাঁচে যদি কোনওভাবে ঘষা লেগে থাকে। তবে আপনার প্রিয় ঘড়িটি বাতিল না করে, ঘষা কাঁচের উপর ব্যবহার করুন রিমুভার। আর দেখুন চমক।
56
কি-বোর্ডের উপর ধুলোর স্তর এক রোজকার ঝামেলা। এই রকম পরিস্থিতিতে কয়েক ফোঁটা রিমুভার কাজ করবে ম্যাজিকের মত।
66
শুকিয়ে যাওয়া নেইলপলিশের প্রিয় রং আবারও ব্যবহার করুন রিমুভারের সাহায্যেই। শুনতে অবাক লাগলেও ট্রাই করে দেখতেই পারেন। শুকিয়ে যাওয়া নেইলপলিশের কন্টেনারে ঢেলে দিন কয়েকফোঁটা রিমুভার, আবারও আপনার নখ সেজে উঠবে আপনার প্রিয় নেইলপলিশে।
click me!

Recommended Stories