উপকারী উপাদানে ভরপুর পিনাট বাটার ওজন কমাতে খেয়ে থাকেন অধিকাংশ। কিংবা কেউ খান শরীর সুস্থ রাখতে। এবার এই প্রোটিন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ফাইবারে ভরপুর পিনাট বাটার দিয়ে বানানা প্যাক। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে বেশ উপকারী পিনাট বাটার। জেনে নিন ভাবে ত্বকের যত্ন ব্যবহার করবেন পিনাট বাটার। রইল কয়টি প্যাকের হদিশ।