চারিদিকে সাজো সাজো রব। দেবী প্রতিমা এসে গিয়েছে মন্ডপে। চলছে শেষ মুহূর্তের মন্ডপ সজ্জার কাজ। অধিকাংশ বাঙালি বাড়িতেই এই কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। তিথি অনুসারে ৯ অক্টোবর পুজিত হবেন দেবী লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি থাকছে ৮ অক্টোবর শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ পর্যন্ত। আর সকাল থেকেই অনেক জায়গায় পুজিত হচ্ছেন দেবী। আবার কোথাও কোথাও সন্ধ্যার পর দেবী আরাধনা হবে। লক্ষ্মী পুজোর সঙ্গে আলপনার একটা অন্যরকম সম্পর্ক আছে। লক্ষ্মী পুজোয় আলপনা দেওয়ার রীতি বহু যুগ ধরে চলে আসছে। আজ রইল কয়টি আলপনার নকশার হদিশ। পুজোর দিন বাড়িতে আঁকতে পারেন এমন ডিজাইন। দেখে নিন কেমন ভাবে সাজিয়ে তুলবে আপনার বাড়ি।