ঠাকুর ঘরের সামনে অনেকেরই স্পেশ থাকে। আপনার বাড়িতেও এমন স্থান থাকলে এই নকশ করতে পারেন। তবে, একমাত্র বড় স্থানেই এই নকশা করা উচিত। এই আলপনা আঁকতে সাদা রঙের সঙ্গে কমলা, হলুদ, গোলাপী ও নীল রং ব্যবহার করতে হবে। এক্ষেত্রে প্রথমে গোল করে নকশা কেটে নিন। তারপর এই ফুলের নকশা আঁকুন।