চিনেবাদাম দিয়ে তৈরি ভেলপুরিও কিন্তু হোলি স্পেশাল নন-ওয়েলি ফুডের তালিকাতেই পড়ে। এর জন্য দরকার ২ কাপ চিনেবাদাম। সেই সঙ্গে লাগবে একটা টমেটো, ১ টা পেঁয়াজ, ৩ টি লঙ্কা, ১ টা শশা আর একটা গাজর। একটা বড় পাত্র নিয়ে তাতে চারভাগের একভাগ পাতিলেবুর রস, ১ টেবিল চামচ লঙ্কার গুড়ো, ১ টেবিল চামচ চাট মশালা, ভাজা জিরের গুড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে। তারপর এই পাত্রে সিদ্ধ করা বাদামটা দিয়ে দিতে হবে। ফের এরবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হোলি স্পেশাল স্পাইসি পি-নাট ভেলপুরী।