আমি তোমাকে ভালোবাসি ছাড়াও, তুমি তোমার ভালোবাসাকেও বলতে পারো কবিগুরুর শেষ বসন্তের লাইন- তোমার কাননতলে ফাল্গুন আসিবে বারম্বার,/ তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার।/ বেলা কবে গিয়াছে বৃথাই/ এতকাল ভুলে ছিনু তাই।/ হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে/ আমার সময় আর নাই।