যুগপুরুষ স্বামীজির ১৫৮তম জন্মদিনে, তাঁর ১০ বাণী যা যুব সমাজকে উদ্বুদ্ধ করে

স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। ১৫৮ তম জন্মতিথিতে তাঁর বেশ কিছু বাণীর মধ্যে ১০ উল্লেখযোগ্য বাণী, যা আজও যুব সমাজকে উদ্বুদ্ধ করে। 
 

deblina dey | Published : Jan 12, 2021 6:54 AM IST

110
যুগপুরুষ স্বামীজির ১৫৮তম জন্মদিনে, তাঁর ১০ বাণী যা যুব সমাজকে উদ্বুদ্ধ করে

মেয়েদের  উচ্চশিক্ষার জন্য উদ্বুদ্ধ করতে হবে, তবেই দেশের কল্যাণ - ভারতের​ কল‍্যাণ।

210

পৃথিবীই হল সব থেকে সবচেয়ে বড় ব্যয়ামগার, তাতেই আমরা শক্ত সমর্থ হয়ে উঠি ৷

310

প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বল, অন্যথায় জ্ঞানী-গুণী ব্যক্তির সংসর্গ  হারাতে হবে ৷

410

সেই বিষয়ই ত্যাগ কর যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিক ভাবে দুর্বল করে তোলে ৷

510

তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ, তুমি খ্রিষ্টের মতো ভাবলে তুমি একজন খ্রিষ্টান,তোমার ভাবনা, অনুভূতিই তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি।

610

মুক্তি কী ? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে।

710

নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মত, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, ধরতে হবে অসীম ধৈর্য, তবেই সাফল্য শুধুমাত্র তোমারই ৷

810

মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময়ে অনুসরণ করবে মনকে ৷

910

সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে​।

1010

জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না।

Share this Photo Gallery
click me!
Recommended Photos