Saraswati Puja 2022: সরস্বতী পুজোর সেরা ১০ শুভেচ্ছা বার্তা, দেখে নিন এক নজরে

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় বাগ দেবীর (Saraswati Puja)। তিথি অনুসারে আজ শনিবার সরস্বতী পুজো। প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে দেবীর আরাধনা। সকলে হাত জোড় করে উচ্চারিত করছেন, ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেবী নমোস্তুতে।’ মায়ের কৃপা পেতে এক মনে পুজো করছেন সকল পড়ুয়ারা। এই সময় সকলেই একে অপরকে শুভেচ্ছা বার্তা (Wishes) পাঠিয়ে থাকেন। জেনে নিন এবার কেমন শুভেচ্ছা বার্তা পাঠাবেন। 

Sayanita Chakraborty | Published : Feb 5, 2022 7:03 AM IST / Updated: Feb 05 2022, 02:45 PM IST
110
Saraswati Puja 2022: সরস্বতী পুজোর সেরা ১০ শুভেচ্ছা বার্তা, দেখে নিন এক নজরে

দেবী আপনার ওপর আশীর্বাদ বর্ষণ করুক। জীবনের মহান জ্ঞান আপনাকে প্রদান করুক। শুভ বসন্ত পঞ্চমী। - বন্ধু কিংবা সহকর্মীকে পাঠাতে পারেন এই মেসেজ। এই বার্তার সঙ্গে জুড়ে দিন বাগদেবীর ছবি। এই বার্তা মন কাড়বে সকলের।   

210

দেবী সরস্বতী আপনার ওপর প্রাচুর্য, সমৃদ্ধি, ভালোবাসা ও আশীর্বাদ বর্ষণ করুক। আপনার ও আপনার পরিবারকে জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। - বাগদেবীর আরাধনার দিন হোয়াটস অ্যাপ কিংবা মেসেজ এই বার্তা মন কাড়বে সকলের। বন্ধু কিংবা পরিবারের সদস্যদের এই শুভেচ্ছা বার্তা পাঠাতেই পারেন।

310

দেবী সরস্বতী আপনাকে জ্ঞান, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি প্রদান করুন। শুভ বসন্ত পঞ্চমী। ভালো কাটুক আজকের দিনটি। Happy Saraswati Puja – দেবী বন্দনার শুভ মুহূর্তে শুভেচ্ছা বার্তা আদান-প্রদানের একটা চল আছে। এবার সকলের শুভ কামনা করে এই বার্তা পাঠিয়ে দিন। 

410

দেবী সরস্বতীর আশীর্বাদে প্রত্যেকের জীবন জ্ঞান ও বুদ্ধিতে ভরে উঠুক। মায়ের কাছে এই প্রার্থনা করি। Happy Saraswati Puja – মা সরস্বতী জ্ঞান ও বুদ্ধি প্রদান করেন। তাঁর আরাধনার মুহূর্তে এই শুভেচ্ছা বার্তা সকলের মন জয় করবে। 

510

বন্ধু তোমায় সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। তুমি ও তোমার পরিবারের সকলে খুব ভালো থেকো। দেবী সরস্বতী তোমাদের জ্ঞান ও বুদ্ধিতে ভরিয়ে তুলুক। ভালো থেকো। Happy Saraswati Puja- দেবী সরস্বতী বন্দনার দিন এই বার্তা পাঠান ঘনিষ্ঠদের। 

610

মা সরস্বতীর আশীর্বাদ যেন থাকে সারা জীবন। সারা জীবন যেন হাতে কলম নিয়ে চলতে পারি। সেঙ্গে থেকো মা। তুমি সবাইকে আশীর্বাদ করো। Happy Saraswati Puja.

710

ঘুড়ি যেমন অনেক উঁচুতে ওড়ে, তোমার জ্ঞানের পরিধিও যেন কোনও সীমা না থাকে। দেবী সরস্বতীর আশীর্বাদ সব সময় বর্ষিত হোক তোমার ও তোমার পরিবারের ওপর। Happy Saraswati Puja। - সরস্বতী পুজোর দিন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাতে এই বার্তা পাঠাতে পারেন। 

810

ঘুড়ি ওড়ান, সুধী লোকগীতি গান এবং আজ আমাদের কৃষকের প্রচেষ্টা উদযাপন করুন। আপনাকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাই।  Happy Saraswati Puja। - দেবী বন্দনার দিন এই শুভেচ্ছা বার্তা মন ছুঁয়ে যাবে সকলের। 

910

আপনার পরিবারকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাই। আপনার ও আপনার পরিবারের জন্য শুভ হোক এই উৎসব। বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। - জীবনের সব ক্ষেত্রে সাফল্যের জন্য প্রয়োজন দেবী সরস্বতীর আশীর্বাদ। দেবীর পুজোর দিন এই শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন পরিচিতদের। 

1010

কর্মজীবনে তুমি আরও উন্নতি করো। দেবী সরস্বতীর কাছে এই প্রার্থনাই করি। শুভ সরস্বতী পুজো। - বাগদেবীর আরাধনার দিন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাতে এই বার্তা পাঠাতে পারেন।
   
 

Share this Photo Gallery
click me!

Latest Videos