মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় বাগ দেবীর (Saraswati Puja)। তিথি অনুসারে আজ শনিবার সরস্বতী পুজো। প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে দেবীর আরাধনা। সকলে হাত জোড় করে উচ্চারিত করছেন, ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেবী নমোস্তুতে।’ মায়ের কৃপা পেতে এক মনে পুজো করছেন সকল পড়ুয়ারা। এই সময় সকলেই একে অপরকে শুভেচ্ছা বার্তা (Wishes) পাঠিয়ে থাকেন। জেনে নিন এবার কেমন শুভেচ্ছা বার্তা পাঠাবেন।