Saraswati Puja 2022: জেনে নিন সরস্বতী পুজোয় কেমন ভাবে সাজাবেন মণ্ডপ, রইল ১০টি আলপনার নকশা

রাত পোহালেই সরস্বতী পুজো। শুধু বাঙালি বাড়িতে নয়, সারা দেশ জুড়ে পালিত হবে সরস্বতী পুজো। বিদ্যা দেবীকে ঘরে আনার জন্য চলছে প্রস্তুতি। সব জায়গায় শুরু হয়ে গিয়েছে আলপনা আঁকার কাজ। দেবীর মণ্ডপের সামনে হোক কিংবা বাড়ির প্রধান দরজার সামনে আঁকা হয় আলপনা। অন্য দিকে, স্কুল ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর মণ্ডপ সজ্জায় আঁকা হয় আলপনা। আজ রইল ১০টি আলপনার হদিশ। এই কয়টি ডিজাইন আঁকতে পারেন মণ্ডপ সজ্জায়। 

Sayanita Chakraborty | Published : Feb 4, 2022 3:41 PM
110
Saraswati Puja 2022: জেনে নিন সরস্বতী পুজোয় কেমন ভাবে সাজাবেন মণ্ডপ, রইল ১০টি আলপনার নকশা

স্কুলের মণ্ডপ সজ্জায় আঁকতে পারেন এমন ডিজাইন। বাড়ির সরস্বতী পুজোর মণ্ডপের সামনেও আঁকতে পারেন এই ডিজাইন। দেবীর মণ্ডপের সামনে বড় জায়গা থাকলে এমন ডিজাইন করুন। প্রথমে গোল করে আলপনার ডিজাইন আঁকেন। তারপর দুদিকে বড় পাতার আকৃতি করে আলপনা করে নিন। বাকি দুদিকে পাতার ডিজাইন থাক ছোট আকৃতির। 

210

রঙ দিয়ে আলপনা আকার চল আজকাল বেশ দেখা যাচ্ছে। সাদা রঙের সঙ্গে লাল ও নীল রঙের ব্যবহার করে আলপনা আঁকতে পারেন। দেবীর মণ্ডপের সামনে বড় জায়গা থাকলে এমন ডিজাইন করুন। খুব বড় জায়গা না হলেও অল্প জায়গাতে এমন ডিজাইন আঁকতে পারেন। 

310

দেবী আরাধনায় রঙ, তুলির টানে স্কুল আঙ্গন রাঙিয়ে তোলেন পড়ুয়ারা। আলপানর টানে আলোকিত হয়ে ওঠে পুজো মণ্ডপ। মণ্ডপের সামনে এমন পদ্মের ডিজাইনের নকশা করে আলপনা আঁকুন। তুলির টানে চমক দিন সকলকে। এই নকশা আঁকতে রঙের ব্যবহারও করতে পারেন। 

410

একেবারে অন্য রকম ডিজাইন করতে চাইলে আঁকতে পারেন এই ডিজাইন। পুজোর সময় মাটির থালা থাকে সকলে বাড়িতেই। সেই থালারা ওপর নকশা করুন। মাছের ডিজাইন করতে পারেন। মাটির থালার ওপর এমন ডিজাইন মন কাড়বে সকলের। একেবারে নতুন কিছু করতে চাইলে এই ডিজাইন করুন।  

510

রঙের ছোঁয়ায় সকলকে চমক দিন। সাদা, লাল, সবুজ ও নীল রঙের ছোঁয়ায় আলপনা আঁকুন। মণ্ডপের ঠিক সামনে আঁকুন এই নকশা। আলপনায় এই ফুলের ডিজাইন সকলের মন কাড়বে। 

610

আলপনা পূর্ণতা দেয় পুজোর আয়োজনকে। বিদ্যার দেবীর আরাধনা করতে সুন্দর করে সাজিয়ে চুলুন মণ্ডপ। নিজের শিল্পসত্ত্বা জাগিয়ে তুলুন তুলির ছোঁয়ায়। মণ্ডপের সামনে এই ডিজাইন আঁকুন। খুব সহজে এই আলপনা আঁকা সম্ভব। রঙের ব্যবহার এই আলপনা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। 

710

ঘরে বেশ খানিকটা জায়গা থাকলে আঁকুন এই নকশা। মাঝখানে গোল করে আলপান আঁকুন। আর ঘরে চার কোণা ধরে এমন ফুলের নকশা করুন। হাতে বেশ খানিকটা সময় থাকলেই এই নকশা করবেন। রঙের ব্যবহার এই আলপনা আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। 

810

বাড়ির চৌকাঠে আলপনা আঁকা হয় সব বাড়িতেই। পুজোর মণ্ডপ সাজানোর সময় অবশ্যই চৌকাঠে আলপনা আঁকুন। সেখানে এমন নকশা করতে পারেন। দেবী আরাধনায় রঙ, তুলির টানে স্কুল আঙ্গন রাঙিয়ে তুলুন বাড়ির চারদিক। এই নকশা সদর দরজাতেও আঁকতে পারেন। 

910

প্রথমে গোল করে নিন। এবার তার চারদিকে আঁকুন ফুলের নকশা। এই নকশা আঁকুন আলপনার মাঝ বরাবরও। তুলির ছোঁয়ায় মণ্ডপের সামনে সুন্দর করে ফুটিয়ে তুলুন এই ডিজাইন।  আপনার আলপনা পূর্ণতা দেবে পুজোর আয়োজনকে।

1010

একেবারে অন্য রকম ডিজাইন করতে চাইলে আঁকতে পারেন এই ডিজাইন। মণ্ডপের এক কোণায় আঁকুন এই নকশা। এই নকশা বদলে দেবে পুজো মণ্ডপের সজ্জা। ফুলের এই নকশা মন কাড়বে সকলের। দেবী বন্দনায় এক অন্যমাত্রা যোগ করবে এই আলপনা।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos