রাত পোহালেই জামাই ষষ্ঠী। ভাত, পাঁচ রকম ভাজা, দু থেকে তিন রকম মাছ, পাঁঠার মাংস, চাটনি, মিষ্টি, দই। এর সঙ্গে ফল তো আছেই। জামাই ষষ্ঠী মানে পেটে ভরে খাওয়া দাওয়া। এমনই রীতি প্রচলিত সর্বত্র। এই দিন সকাল সকাল পঞ্জাবি পরে মিষ্টি আর দই সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি উপস্থিত হন জামাইরা। এই বছর জামাই ষষ্ঠী পড়েছে ৫ জুন, রবিবার। অর্থাৎ কাল। প্রতি বছরই এই দিনটির জন্য অপেক্ষা করেন সকল শাশুড়ি ও জামাইরা। জামাইয়ের মঙ্গলকামনায় মা ষষ্ঠীর পুজো দেন সকলেই। এবার থেকে জামাই ষষ্ঠীর প্রস্তুতি নিন আগে থেকে। সকাল সকাল শুভেচ্ছা জানান সকলকে। জেনে নিন কী লিখবেন মেসেজ। রইল ১০ রকমের শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।