‘জামাই রাজা এসেছে বড়, খাতির যত্ন তাই বড়সড়।
পদ্মা থেকে ভেটকি ইলিশ, সঙ্গে গলদা আছে পনেরো-বিশ।।
পেট পুজো আর ভুড়ি ভোজে, শ্বশুর বাড়ি উঠল সেজে।
সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী।’ জামাই ষষ্ঠীতে জামাইয়ের খাতির তো হবেই। আদর যত্নের কোনও রকম ত্রুটি থাকে না এই দিন। এদিন পাঠান এমন বার্তা।