চিনি মোটেও বাতিলের খাতায় নয়, রূপচর্চায় ম্যাজিক করতে সক্ষম এই জিনিসটি

শরীরচর্চার  ক্ষেত্রে চিনির থেকে ভয়াবহ জিনিস আর কিছুই হতে পারে না। তাই পার্ফেক্ট ডায়েটের কথা বললে প্রথমেই মেনু থেকে বাদ রাখতে হবে চিনি। কিন্তু যদি প্রসঙ্গ আসে রূপ চর্চার, তবে সেক্ষেত্রে চিনির অব্যর্থ জুরি মেলা ভার।

Jayita Chandra | Published : Aug 23, 2021 3:05 PM IST
18
চিনি মোটেও বাতিলের খাতায় নয়, রূপচর্চায় ম্যাজিক করতে সক্ষম এই জিনিসটি

চিনি দিয়ে কীভাবে মিলবে পার্ফেক্ট লুক, তার রহস্য জেনে নেওয়া যাক। ঠোঁট থেকে শুরু করে ত্বকের যত্নে চিনির জুরি মেলা ভার।

28

মসৃণ গোলাপি ঠোঁট পাওয়ার মোক্ষম দাওয়াই হল চিনি। মধু, চিনি মিশিয়ে ঠোঁটে লাগালেই তা মসৃণ হয়ে ওঠে। কয়েকদিনের মধ্যেই এই ফলাফল হাতেনাতে দেখা যায়। 

38

ঠোঁট ফাটার সমস্যা থাকলেও অব্যর্থ দাওয়াই হচ্ছে চিনি। লেবুর রস, ভ্যাসলিনের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে লাগালেই মিলবে উপকার।

48

সুন্দর ত্বক পেতে অবশ্যই অলিভ ওয়েল, চিনি ও লেবুর রস মিশিয়ে মুখে মেখে নিন। এতে মিলবে সুফল। সপ্তাহে দুদিন ব্যবহার করুন।

58

চিনি স্ক্রাবিং-এর জন্য খুব উপকারী। চিনি দিয়ে স্ক্রাবিং করে হাত ও পা মসৃণ করে তোলা যায়। অলিভ ওয়েল ও চিনি মিশিয়ে দুহাতে ও মায়ে মেখে নিন। ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

68

চামড়া শীতে রুক্ষ ও শুস্ক হয়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। এই সময় পাকা কলার সঙ্গে চিনি মিশিয়ে গোটা গায়ে মাসাজ করুন। মিলবে দারুণ উপকার।

78

অনেকেরই স্ট্রেচমার্ক থাকে বডিতে। তা কমাতেও চিনির তৈরি প্যাক বেশ উপকারী। কফি, চিনি মধু ও আমন্ড ওয়েল মিশিয়ে মাসাজ করুন।

88

কসমেটিক্স ব্যবহার না করে চিনি মধু গরম করে নিয়ে তা দিয়ে অনায়াসে ভ্যাক্স করে হাতের পায়ের রোম তুলে নিতে পারেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos