সৌভাগ্য ফেরাতে রাখি পূর্ণিমার দিন করুন এই কাজ, নিয়ম না মানলেই এড়াতে পারবেন না বড় বিপদ

রাত পোহালেই  রাখি বন্ধন উৎসব। হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম হল রাখি বন্ধন উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই এই রাখি বন্ধন উৎসব পালিত হয় । সারা দেশজুড়ে মহা সমারোহে এই রাখি বন্ধন উৎসব পালিত হয়। করোনার আবহে এই বছর উৎসবের রং ফিকে। দিদিরা ভাইয়ের সুরক্ষার জন্য রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোন হয়, যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের রাখি বাঁধা যায়। তবে রাখি বাঁধলেই হল না রাখি পূর্ণিমার দিন নিয়ম মেনে করুন এই কাজ, সৌভাগ্য বৃদ্ধিও হবে।

Riya Das | Published : Aug 21, 2021 7:04 AM IST

111
সৌভাগ্য ফেরাতে রাখি পূর্ণিমার দিন করুন এই কাজ, নিয়ম না মানলেই এড়াতে পারবেন না বড় বিপদ


চলতি বছরের রাখি পূর্ণিমা পড়েছে ২২ আগস্ট, রবিবার। পূর্ণিমা তিথি লাগছে ২১ আগস্ট সন্ধ্যা ৬.৩১ মিনিটে এবং ২২ আগস্ট বিকেল ৫.২২ মিনিট পর্যন্ত থাকবে।
 

211


 সারা দেশজুড়ে মহা সমারোহে এই রাখি বন্ধন উৎসব পালিত হয়। করোনার আবহে এই বছর উৎসবের রং ফিকে। দিদিরা ভাইয়ের সুরক্ষার জন্য রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোন হয়, যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের রাখি বাঁধা যায়।

311

তবে রাখি বাঁধলেই হল না দিনক্ষণ দেখে রাখি পড়ানো শুভ বলে মানা হয়। রাখি পূর্ণিমার দিন  পবিত্র তিথিতে  কিছু নিয়ম মেনে কাজ করলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পেতে খুব বেশি সময় লাগে না।
 

411

রাখি পূর্ণিমার দিন যে রাখি আনা হয়, তা অবশ্যই বেশ খানিকক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাঁধা হয়।
 

511

পবিত্র তিথিতে  রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। এছাড়াও এই শুভক্ষণে রাখি পরানোর সময় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে।

611

রাখি পরানোর সময় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে।

রাখির মন্ত্র– যেন বন্ধো বলীরাজা দানবেন্দ্রো মহাবলঃ।
তেন ত্বাং প্রতিবন্ধামি রক্ষো মা চল মা চল।।

711

রাখি পরানোর সময় খেয়াল রাখবেন মঙ্গল থালায় যেন,  জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন অবশ্যই রাখতে হবে। নিয়ম মেনে এই কাজ করলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পাবে।

811

 

রাখির এই শুভ উৎসবে কোনও ভাবেই  যেন কালো কোনও জিনিস উপহার দেবেন না। এবং  রাখি পরানোর পর কোনও রকম নোনতা খাবার নয়, যতটা সম্ভব মিষ্টি খাবার খাওয়ানোটাই শুভ বলে মানা হয়।
 

911


রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবং এই বছর ভাদ্র দশা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে উপস্থিতিতে। চলতি বছর জ্যোতিষীদের মতে, ৪৭৪ বছর পর বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। 

1011


রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবং এই বছর ভাদ্র দশা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে উপস্থিতিতে। চলতি বছর জ্যোতিষীদের মতে, ৪৭৪ বছর পর বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। 

1111


রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবং এই বছর ভাদ্র দশা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে উপস্থিতিতে। চলতি বছর জ্যোতিষীদের মতে, ৪৭৪ বছর পর বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos