আবারও লকডাউন, অবসরে ত্বকের একটু যত্ন নিতে চান, চায়ের মধ্যে শুধু এই জিনিসটি মিশিয়ে খান
আমাদের হাতের কাছে থাকা নানা জিনিসের গুণাগুণ অপরিযাপ্ত। কিন্তু কেবল জানার অভাবে আমরা তা সঠিক উপায় ব্যবহার করে উঠতে পারি না। হাজার হাজার টাকা দিয়ে জিনিস কিনে রূপচর্চা করে থাকি। কিন্তু এই টিপস যদি একবার জানা থাকে, তবে ত্বকের সমস্যা মুহূর্তে উধাও...