নয়া বাজেটে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে

নতুন বছরেরে প্রথম বাজেট। এমনিতেই  এই বাজেট নিয়ে উৎসুক সকলেই । কীসের দাম বাড়ল আর কীসের দাম কমল তা জানার সকলেরই প্রবল আগ্রহ।  আর এই বছর বাজেটের দিনেই বড় ধাক্কা খেল সাধারণ মানুষ।  নতুন বছরে ফের দুশ্চিন্তা বাড়িয়ে একলাফে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।  চলতি মাসের প্রথমেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। একধাক্কায়  ভর্তুকীবিহীন গ্যাসের দাম বাড়ল ২২৪ টাকা ৯৮ পয়সা। ফলে প্রতি সিলিন্ডার প্রতি গ্যাসের নতুন দাম হল ১৫৫০টাকা। 

Riya Das | Published : Feb 3, 2020 4:27 AM IST

112
নয়া বাজেটে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম,  চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে
তিনমাসের মধ্যে দ্বিগুনের ও বেশি বেড়েছে গ্যাসের।
212
গত বছর থেকেই সিলিন্ডার প্রতি দাম বাড়ানো হয়েছিল ।
312
গত বছর নভেম্বর মাসে গ্যাসের দাম ছিল ৭১৬ টাকা আর এই বছর সেই দাম বেড়ে দাঁড়াল ১৫৫০ টাকা।
412
তবে একধাক্কায় নয়, একটু একটু করে ক্রমশ বাড়ছে এই গ্যাসের দাম।
512
চলতি বছরে প্রথম দিনেই গ্যাসের দাম বেড়েছিল।
612
দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই দাম বেড়ে আবারও চিন্তার ভাঁজ পড়ল মধ্যবিত্তের কপালে।
712
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
812
বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হলেও বাড়ির সিলিন্ডারের ক্ষেত্রে একই দাম রয়েছে। বাড়ির সিলিন্ডারের দাম হয়েছে ৭৪৯ টাকা।
912
১২টি গ্যাসের জন্য ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকিবিহীন দামেই গ্যাস সিলিন্ডার কেনেন গাহকরা।
1012
পরে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় গ্রাহকদের।
1112
তবে ১২ টার বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভর্তুকি পান না গ্রাহকরা।
1212
এবার সেই ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল।
Share this Photo Gallery
click me!
Recommended Photos