লাইকোপেন সমৃদ্ধ খাবার রাখুন তালিকায়। খেতে পারেন টমেটো, তরমুজ, কলা, আম, বিট ও জাম্বুরা। এই কয়টি খাবার চুলের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চুল পড়ার সমস্যা দূর হবে লাইকোপেন সমৃদ্ধ খাবার খেলে। সঙ্গে চুল মজবুত হবে। আর এই লাইকোপেন সমৃদ্ধ খাবার ডিএইচটি হরমোনের ভারসাম্য সঠিক রাখতে সাহায্য করে। এতে সুস্থ থাকবেন।