‘মে দিবস হল সেই দিন, যেদিন আমরা চারপাশের কঠোর পরিশ্রমী মানুষদের শ্রম ও উৎসর্গকে স্মরণ করি। সকলকে জানাই মে দিবসের শুভেচ্ছা।’ এক সময় কঠোর শ্রম বিধিবিধান, শ্রমিকদের অধিকার লঙ্ঘন, খারাপ কাজের পরিস্থিতি ও ভয়ঙ্কর কাজের সময়গুলো নিয়ে প্রতিবাদ শুরু করেন। সেই আন্দোলনের কাছে নতস্বীকার করেছিল মালিক পক্ষ। সেই থেকে পালিত হয় মে দিবস।