এবার আধার কার্ড ছাড়া মিলবে না মারণ রোগের ওষুধ, নয়া নিয়ম জারি এই রাজ্যে

করোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এবার করোনা ভাইরাসের ওষুধ কিনতে গেলে বাধ্যতামূলক করা  হয়েছে আধার কার্ড। মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এই নিয়ম জারি করেছে। মারণ রোগ করোনার ওষুধ কিনতে গেলেই আধার কার্ড মাস্ট। তা না হলে মিলবে না এই মারণ রোগের ওষুধ।  বর্তমানে বৈধ পরিচয়পত্র হিসেবেও আধার কার্ড ব্যবহার করা হয়। বর্তমানে সমস্ত জায়গায় প্রামাণ্য দলিল হিসেবে এই আধার কার্ড ব্যবহার করা হয়। এবার করোনার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হল আধার কার্ড। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানুন বিশদে।

Asianet News Bangla | Published : Jul 11, 2020 12:03 PM IST
110
এবার আধার কার্ড ছাড়া মিলবে না মারণ রোগের ওষুধ, নয়া নিয়ম জারি এই রাজ্যে


করোনা রোগের ওষুধ অ্যান্টি ভাইরাল ওষুধ রেমডেসিভির ও অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ টসিলিজুমাব কেনার জন্য বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড।

210


কোনও রোগীর বাড়ির লোক এই ওষুধ কিনতে গেলে আধার কার্ড, চিকিৎসকের প্রেসক্রিপশন, অনুমতি ফর্ম, কোভিড পজিটিভের রিপোর্ট ও যোগাযোগ নম্বর দিতে হবে। তাহলেই মিলবে এই ওষুধ।

310


বর্তমানে যেহারে ওষুধের কালোবাজারি হচ্ছে তা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

410

যাদের এই ওষুধের প্রয়োজন নেই তারা কম দামে এই ওষুধ কিনে চড়া দামে বিক্রি করছে, যার ফলে সাধারণ মানুষ সমস্যায় ভুগছে।

510

এবার থেকে এই মারণ রোগের ওষুধ দোকান থেকে কিনতে গেলে অবশ্যই সমস্ত প্রামাণ্য নথি দেখিয়ে তারপরেই ওষুধ কিনতে পারবেন। যাতে ওষুধের বিক্রয় ও ব্যবহার ট্র্যাক করতে সাহায্য করবে।

610


তবে অনেক চিকিৎসকের মতে, করোনার রোগীর পরিবারের কাছে এত নথি চাওয়া অযৌক্তিক।

710


কিন্তু করোনার এই ওষুধের যেহারে চাহিদা বেড়েছে তাতে এই সিদ্ধান্ত নেওয়া অবশ্যই বাধ্যতামূলক।
 

810

 বৈধ পরিচয়পত্র হিসেবেও আধার কার্ড ব্যবহার করা হয়। বর্তমানে সমস্ত জায়গায় প্রামাণ্য দলিল হিসেবে এই আধার কার্ড ব্যবহার করা হয়। এবার ওষুধ কিনতেও বাধ্যতামূলক করা হল আধার কার্ডকে।

910


এফডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই  সিপলার রেমডেসিভিরের ২১০০ বোতল এসেছে মুম্বইতে। 

1010


যার মধ্যে ১৬০০ ডোজ গিয়েছে বেসরকারি হাসপাতালে, এবং বাকি গিয়ে পৌঁছেছে বিএমসি হাসপাতালে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos