কীভাবে মাতবেন দোল উৎসবে, রইল সেলিব্রেশনের সেরা দশ উপায়

প্রতি বছরই দোল সেলিব্রেশন নিয়ে কিছু না কিছু নতুন পরিকল্পনা থাকে। এবারেও তালিকাতে থাকার কথা একগুচ্ছ পরিকল্পনা। কিন্তু এখনও যাঁরা পরিকল্পনা করে উঠতে পারেননি তাঁদের জন্য রইল সেরা দশ উপায়। 

Jayita Chandra | Published : Mar 4, 2020 7:55 PM IST / Updated: Mar 05 2020, 12:41 PM IST
110
কীভাবে মাতবেন দোল উৎসবে,  রইল সেলিব্রেশনের সেরা দশ উপায়
210
কলেজে গিয়ে সেলিব্রেশনঃ কলেজ বন্ধুদের সঙ্গে দোল সেলিব্রেশনের মজাই আলাদা। ফলে বন্ধুদের সঙ্গে কলেজেই কাটানো যেতে পারে এই দিন।
310
কমিউনিটি পার্টিঃ নিজেদের কোনও কমিউনিটি থাকলে সকলে মিলে আয়োজন করে নেওয়া যেতেই পারে ছোট্ট একটি পার্টি।
410
পারিবারিক উৎসবঃ পরিবারের সকলে মিলে এই দিন এক জায়গায় হয়ে রঙের উৎসবে মেতে উঠা যেতে পারে।
510
সাংস্কৃতিক অনুষ্ঠানঃ পাড়ার সকলে কিংবা স্কুল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে সেলিব্রেট করা যেতেই পারে।
610
প্রভাত ফরিঃ সকালে আবির নিয়ে গোটা এলাকার সঙ্গে মেতে উঠুন ভোরাইয়ের গানে।
710
হোলি পার্টিঃ হোলির আমেজে পার্টিতে মেতে উঠুন, এক কথায় যাকে বলে উল্লাস।
810
বিশেষ কারুর সঙ্গে সেলিব্রেশনঃ কাছের মানুষ হোলির দিন বেড়িয়ে পড়ুন সেলিব্রেশনে।
910
সাবেকি সেলিব্রেশনঃ নেড়া পোড়ানো থেকে শুরু দোল সেলিব্রেশনে ফিরে পাওয়া যেতেই পারে ছোটবেলা।
1010
রঙ যাঁদের পছন্দ নয়, তাঁরা এই দুদিন বাড়িতেই ছুটি কাটাতে পারেন, সিনেমা দেখে কাটিয়ে দিতে পারেন এই দিনটি।
Share this Photo Gallery
click me!

Latest Videos