কীভাবে মাতবেন দোল উৎসবে, রইল সেলিব্রেশনের সেরা দশ উপায়
প্রতি বছরই দোল সেলিব্রেশন নিয়ে কিছু না কিছু নতুন পরিকল্পনা থাকে। এবারেও তালিকাতে থাকার কথা একগুচ্ছ পরিকল্পনা। কিন্তু এখনও যাঁরা পরিকল্পনা করে উঠতে পারেননি তাঁদের জন্য রইল সেরা দশ উপায়।
Jayita Chandra | Published : Mar 5, 2020 1:25 AM / Updated: Mar 05 2020, 12:41 PM IST
কলেজে গিয়ে সেলিব্রেশনঃ কলেজ বন্ধুদের সঙ্গে দোল সেলিব্রেশনের মজাই আলাদা। ফলে বন্ধুদের সঙ্গে কলেজেই কাটানো যেতে পারে এই দিন।
কমিউনিটি পার্টিঃ নিজেদের কোনও কমিউনিটি থাকলে সকলে মিলে আয়োজন করে নেওয়া যেতেই পারে ছোট্ট একটি পার্টি।
পারিবারিক উৎসবঃ পরিবারের সকলে মিলে এই দিন এক জায়গায় হয়ে রঙের উৎসবে মেতে উঠা যেতে পারে।
সাংস্কৃতিক অনুষ্ঠানঃ পাড়ার সকলে কিংবা স্কুল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে সেলিব্রেট করা যেতেই পারে।
প্রভাত ফরিঃ সকালে আবির নিয়ে গোটা এলাকার সঙ্গে মেতে উঠুন ভোরাইয়ের গানে।
হোলি পার্টিঃ হোলির আমেজে পার্টিতে মেতে উঠুন, এক কথায় যাকে বলে উল্লাস।
বিশেষ কারুর সঙ্গে সেলিব্রেশনঃ কাছের মানুষ হোলির দিন বেড়িয়ে পড়ুন সেলিব্রেশনে।
সাবেকি সেলিব্রেশনঃ নেড়া পোড়ানো থেকে শুরু দোল সেলিব্রেশনে ফিরে পাওয়া যেতেই পারে ছোটবেলা।
রঙ যাঁদের পছন্দ নয়, তাঁরা এই দুদিন বাড়িতেই ছুটি কাটাতে পারেন, সিনেমা দেখে কাটিয়ে দিতে পারেন এই দিনটি।