ফের খবরে আম্বানি পরিবারের বিয়ে, সাত পাকে বাঁধা পড়লেন আনমোল ও কৃশা, ভাইরাল ছবি

চারিদিকে এখন বিয়ের মরশুম। সাধারণ মানুষ থেকে সেলেব, সাত পাকে বাঁধা পড়ছেন সকলে। কদিন আগেই এক বলিউড তারকা (Bollywood Celebrity) গাঁটছড়া বেঁধেছিলেন। তার গায়ে মেহেন্দি, হলুদ থেকে বিয়ে ও রিসেপশনের ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এবার ফের একটি বিয়ের খবর নজর কাড়ল সকলের। সাত পাকে বাঁধা পড়লেন অনিল আম্বানি (Anil Amban) ও টিনা আম্বানির (Tina Ambani) বড় ছেলে আনমোল আম্বানি। দীর্ঘদিনের বান্ধবী কৃশা শাহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে আনমোল আম্বানি। 

Sayanita Chakraborty | Published : Feb 23, 2022 2:30 PM / Updated: Feb 23 2022, 03:10 PM IST
110
ফের খবরে আম্বানি পরিবারের বিয়ে, সাত পাকে বাঁধা পড়লেন আনমোল ও কৃশা, ভাইরাল ছবি

দীর্ঘদিনের বান্ধবী কৃশা শাহের সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। বিয়ের আয়োজন ছিল দেখার মতো। গ্র্যান্ড ওয়েডিং অয়োজিন হয়েছিল অনিল আম্বানি ও টিনা আম্বানির বড় ছেলে আনমোল আম্বানির বিয়েতে। এর আগেও আম্বানি পরিবারের বিয়ের আয়োজন খবরে এসেছিল। ফের একবার খবরে এল অনিল আম্বানি পুত্র আনমোলের বিয়ের খবর।   

210

ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অনিল আম্বানি ও টিনা আম্বানির বড় ছেলে আনমোল আম্বানির বিয়ের ছবি। আয়োজিত হয়েছিল এক চমকপ্রদ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন নামজাদা ব্যক্তিত্বরা। বিয়ে ও রিসেপশন, ভাইরাল হয়েছে দুদিনের ছবি। বিয়েতে লাল লেহেঙ্গা আর রিসেপশে ল্যাভেন্ডা শাড়িতে দেখা গিয়েছে নববধূকে।  

310

রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি ও একাধিক বলিস্টারদের উপস্থিতি লক্ষ করা যায় অনিল আম্বানির ছেলের বিয়েতে। অনিল আম্বানির মতো ছেলে আনমোলও এক দক্ষ বিজনেসম্যান। অল্প বয়স থেকে ব্যবসার হাল ধরেন অনমোল। পড়াশোনা শেষ করেই তিনি বাবা অনিল আম্বানির ব্যবসায় যোগ দেন। 

410

ছোট বেলা থেকেই দুই বন্ধু ছিলেন আনমোল ও কৃশা। ছোট থেকেই তাঁদের প্রেম। কৃশা শাহ ক্যালিফোনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ইকোনমিতে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। বর্তমানে তিনি ডিসকো নামে একটি সংস্থার মালিক। 

510

অনিল আম্বানি ও টিনা আম্বানির বড় ছেলে আনমোলের বিয়েতে নজর কেড়েছেন মা টিনা আম্বানিও। রিসেপশনে তাঁর পরনে ছিল লাল রঙের পোশাক। আর গলায় হিরের গয়না। বিয়ের দিন টিনা আম্বানিকে দেখা গিয়েছিল শাড়ি। সিম্পলি লুকে নজর কাড়েন তিনি।  

610

বচ্চন পরিবার ছাড়াও আমন্ত্রিত ছলে শরদ পাওয়ার কন্য সুপ্রিয়া সুলে, বিজেপি মুখপাত্র সাইনা এনসি ও হেমা মালিনী। সেলেবদের গ্রুপ ফোটো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কোনও ছবিতে লালা শাড়িতে দেখা গিয়েছে জয়া বচ্চনকে। কোনও ছবিতে আবার সাদা সালোয়ারে দেখা গিয়েছে তাঁকে। 

710

অনুষ্ঠানে নববধূ পরেছিলেন ল্যাভেন্ডা রঙের শাড়ি। সিম্পল লুকে ধরা দেন তিনি। শাড়ির সঙ্গে ম্যাচিং করে গলায় ছিল হিরের হার ও কানে হিরের দুল। আর হাতে দেখা গিয়েছে ব্যাঙ্গেল। অন্য দিকে, আনমোল আম্বানি সকলের নজর কেড়েছেন নীল রঙের শ্যুটে।

810

ভাইরাল হয়েছে অনিল আম্বানি ও টিনা আম্বানির বড় ছেলে আনমোল আম্বানির বিয়ের ছবিও। বিয়ের দিন লাল লেহেঙ্গাতে দেখা গিয়েছে নববধূকে। হাতে চূড়া আর গায়ে দামি রত্নের গয়নাতে সেজেছিলেন তিনি। আর বিয়ের দিন বরের পরনে সাদা শেরওয়ানি। 

910

ভাইরাল হয়েছে অনমোল আম্বানি ও কৃশা শাহের মালাবদলের ছবি। যেখানে খোসমেজাজে ধরা পরেছেন তারা। সঙ্গে নজর কেড়েছে তার বন্ধু ও আত্মীয়দের ছবি। এর আগে মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ে সারা বিশ্বের নজর কেড়েছিল। বাদ পড়েনি আকাশ আম্বানির বিয়ের খবরও। ফের আম্বানি পরিবারের বিয়ের আয়োজন নজর কাড়ল সকলের।    

1010

লাল পোশাকে নজর কাড়েন বচ্চন পরিবার। বচ্চন পরিবারের সকল সদস্যরা লাল পোশাকে উপস্থিত হন সেখানে। ঐশ্বর্য রাই বচ্চন পরেছিলেন লাল লেহেঙ্গা, আরাধ্যা বচ্চন পরেছিলেন লালা কুর্তি আর অভিষেক বচ্চনকে দেখা গেল লাল কুর্তাতে। সকলের মুখেই ছিল মাস্ক। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos