ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অনিল আম্বানি ও টিনা আম্বানির বড় ছেলে আনমোল আম্বানির বিয়ের ছবি। আয়োজিত হয়েছিল এক চমকপ্রদ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন নামজাদা ব্যক্তিত্বরা। বিয়ে ও রিসেপশন, ভাইরাল হয়েছে দুদিনের ছবি। বিয়েতে লাল লেহেঙ্গা আর রিসেপশে ল্যাভেন্ডা শাড়িতে দেখা গিয়েছে নববধূকে।