বদহজমের সমস্যা কিংবা বমিভাব হলেও বিটনুন খেতে পারেন। এই নুন খেলে শরীরের হজমশক্তি বাড়বে। নিয়মিত অল্প পরিমাণে বিট নুন খেলে ওজনও দ্রুত কমবে । কারণ বিট নুন শরীরের কোষ গুলিতে সঠিক পরিমাণে পুষ্টি সরবরাহ করে, যার ফলে মেদ নিয়ন্ত্রণে থাকে। যাদের হাড় ক্ষয়ে যায়, সেই হাড়ের ক্ষয় রোধ করতে বিটনুন খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিট নুনের মধ্যে পুষ্টি উপাদান ও খনিজের পরিমাণ বেশি হওয়ায় নিয়মিত খাদ্যতালিকায়া রাখলে হাড় মজবুত হয়।