কালবৈশাখি মানেই প্রবল বজ্রপাত, এই সময় সাবধানে থাকতে ঠিক কী কী করবেন জেনে রাখুন

চৈত্র মাসের শেষ লগ্ন থেকেই শুরু হয়ে যায় ঝড় বৃষ্টির দাপট। কখনও বজ্রপাত, কখনও আবার ঘূর্ণীঝড়ের তাণ্ডবে নাজেহাল পরিস্থিতি। কালবৈশাখীর কোপে প্রায়সই মানুষের প্রাণ হারানোর খবর মেলে। জেনে নেওয়া যাক প্রবল বজ্রপাতে ঠিক কী কী করা উচিৎ, আর কী করা উচিত নয়। 

Jayita Chandra | Published : May 13, 2021 11:21 AM / Updated: Mar 17 2023, 04:18 PM IST
16

এই সময় খুব উঁচু যায়গাতে না থাকাই ভালো। বিশেষ করে বিদ্যুতের খুঁটি বড় তালগাছ এড়িয়ে চলাই শ্রেয়। 

26

এই সময় ফোনে কথা বলা কখনই উচিত নয়। ফোন যতটা সম্ভব কম ব্যবহার করাই উচিত। 

36

বাড়ির বাড়ান্দায়, ছাদে বা জানলার পাশে না থাকাই ভালো। ঘরের ভেতরে থাকুন এই সময়। 

46

লোহার জিনিসের থেকে দূরে থাকুন। যেমন রেলিং, লোডার কোনও রড বা পাইপ, গ্রিল, এগুলো এড়িয়ে চলুন। 

56

এই সময় ইলেকট্রনিক জিনিস বন্ধ রাখাই ভালো। নয়তো বাজ পড়ে তা নষ্ট হয়ে যেতে পারে। 

66

বৃষ্টিতে জমা জল এড়িয়ে চলতে হবে। তার ছিঁড়ে কারেন্ট হয়ে যেতে পারে। সেই দিকে লক্ষ রাখতে হবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos