Published : May 13, 2021, 11:21 AM ISTUpdated : Mar 17, 2023, 04:18 PM IST
চৈত্র মাসের শেষ লগ্ন থেকেই শুরু হয়ে যায় ঝড় বৃষ্টির দাপট। কখনও বজ্রপাত, কখনও আবার ঘূর্ণীঝড়ের তাণ্ডবে নাজেহাল পরিস্থিতি। কালবৈশাখীর কোপে প্রায়সই মানুষের প্রাণ হারানোর খবর মেলে। জেনে নেওয়া যাক প্রবল বজ্রপাতে ঠিক কী কী করা উচিৎ, আর কী করা উচিত নয়।