বিভিন্ন মানুষের স্নান করার ধরণ বিভিন্নরকম হয়ে থাকে। কেউ স্না করতে খুবই ভালোবাসেন, আবার কারও স্নান খুব একটা বেশি পছন্দ হয় না। তাই সপ্তাহে মাঝে মধ্যেই স্নান করেন তাঁরা। কেউ আবার স্নান করেন বেশিক্ষণ ধরে, তো কেউ যাই হোক করে স্নান করে বেরিয়ে আসেন। আসলে সবারই স্নানের কিছু ধরন থাকে। কেউ আবার গান গাইতে গাইতে স্নান করেন। আসলে গান না করলে তাঁদের স্নানই যেন ঠিক করে হয় না। এভাবে স্নান করার সময় অনেকেই অনেক ধরনের কাজ করে থাকেন। তবে স্নানকে খুব বেশি গুরুত্ব না দিলে ভুল করবেন। কারণ এই স্নানের মাধ্যমেই বোঝা যায় আপনি ঠিক কী ধরনের মানুষ।