আজ তাকে মনে পড়ার দিন, একেবারে অন্য রকম হোক মিসিং ডে, জেনে নিন কী করবেন

ফেব্রুয়ারি মানে ভালোবাসার মাস। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি চলে ভ্যালেন্টাইন্স উইক। ভালোবাসা দিবস উদযাপনের পর আসে বেশ কিছু অশুভ দিন। তাই ১৫ থেকে ২২ চলে এই অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক(Anti Valentine’s Week)। যা শুরু হয় থাপ্পড় দিয়ে। এরপর আসে কিক ডে, কনফেশন ডে (Confession Day) অর্থাৎ স্বীকারোক্তি দিবস। আর আজ মিসিং ডে। যাকে ভালোবাসেন তাকে আজ মিস করার পালা। শুধু তাকে মিস করলেই হবে না, আপনার মনের অনুভূতি ব্যক্ত করুন আজ। দিনের শুরুতে শুভেচ্ছা বার্তা (Wish) জানান তাকে। তারপর একেবারে অন্য ভাবে পালন করুন দিনটা। জেনে নিন আজ কী শুভেচ্ছা বার্তা পাঠাবেন, আর কেমন ভাবে পালন করবেন মিসিং ডে। 

Sayanita Chakraborty | Published : Feb 20, 2022 12:18 PM / Updated: Feb 20 2022, 12:22 PM IST
110
আজ তাকে মনে পড়ার দিন, একেবারে অন্য রকম হোক মিসিং ডে, জেনে নিন কী করবেন

আপনার সবচেয়ে বেশি ভালোবাসার মানুষটি যখন অনুপস্থিত থাকে তখন এই জনবহুল পৃথিবীকেও খুব শূন্য এবং অসম্পূর্ণ মনে হয়। তোমাকে অনেক মিস করি। হ্যাপি মিসিং ডে। অথবা লিখতে পারেন, আমি সত্যিই চাই যে আপনি আমাকে আপনার সমস্ত হৃদয় দিয়ে ক্ষমা করুন এভং আপনার উপস্থিতি দিয়ে এটিকে আবার একটি সুন্দর করে তুলতে আমার জীবনে ফিরে আসুন।  

210

মিসিং ডে-তে আমার হৃদয় অনেক বেশি দুঃখ পায় কারণ আমি তোমাকে অনেক বেশি মিস করি। আমি আশা করি তুমিএখানে আমার সঙ্গে ছিলেন, আমাকে ভালোবাসেন এবং আমার যত্ন নেন। এমন বার্তা পাঠাতে পারেন মনের মানুষকে। 

310

আমি তোমাকে মিস করি না আমি আমার একটা অংশকে মিস করি। অথবা লিখতে পারেন আপনার প্রেমে পড়া একটি ভুল ছিল, একটি ভুল করা মূল্যবান। আমার আপনাকে মনে পরছে। সকাল সকাল এই বার্তা পাঠান তাকে। আপনার শুভেচ্ছা বার্তায় ব্যক্ত হোক আপনি সত্যিই তাকে কতটা মিস করেন। প্রকাশ পাক আপনার প্রেম।  

410

দিনগুলো সর্বদা ব্যস্ত থাকবে তবে সর্বদা বিশেষদের জ্ন্য সময় বের করুন কারণ একদিন আপনি তাদের মিস করবেন। হ্যাপি মিসিং ডে। অথবা লিখতে পারেন, আপনার কাছে যা আছে তা হল বর্তমান এবং আপনাকে অবশ্যই এটি আপনার প্রিয়জনের সঙ্গে ভাগ করতে হবে যাতে আপনি তাদের সঙ্গে স্মৃতিগুলো মিস না করেন। হ্যাপি মিসিং জে।  

510

আপনার জীবনে অনেক মানুষ থাকতে পারে কিন্তু কিছু মানুষ আছে যাদের অনুপস্থিতি জীবন থেকে সুখ কেড়ে নেয়। হ্যাপি মিসিং ডে। এই শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন সেই মানুষকে যাকে আপনি প্রতি দিন মিস করেন। হতে পারে সে আপনার প্রাক্তন। কিন্তু, আজ এই দিনে এমন বার্তা পাঠাতেই পারেন তাকে। কে বা বলতে পারে, আপনার অনুভূতি বুঝতে পেরে, সে আবার ফিরে আসল।  

610

যদি লং ডিস্টেন্স রিলেশন শিপে থাকেন, তাহলে দিনটি বিশেষ ভাবে পালন করেন। এবছর দিনটি একেবারে অন্যভাবে পালন করুন। রেডিও স্টেশনে ফোন করে যোগাযোগ করুন। রেডিও মারফত তাকে জানান আপনি তাকে কতটা মিস করছেন। সেখানে আই লাভ ইউ বলুন আপনার মনের মানুষকে। এমন বার্তা পেয়ে মন ভালো হয়ে যাবে তার। 

710

সিঙ্গেলরা এই দিনটা পালন করে থাকেন। তবে, আজ সারাদিন প্রাক্তনকে মনে করে মন খারাপ করবেন না। বরং, বন্ধুদের সঙ্গে মজা করুন। তাদের সঙ্গে ডিনার ডেটে যাতে পারেন। মন ভার করে থাকার থেকে দিনটি অনন্দ করে কাটান। একেবারে অন্যরকম হোক এই বছরের মিসিং ডে। আনন্দে ভরে উঠুন দিনটি।  

810

আজ মনের মানুষকে সারপ্রাইজ দিতে পারেন। না বলে, তার বাড়ির কাছে পৌঁছে যান। হঠাৎ করে দেখা দিন। সঙ্গে একটা গোলাপ আর মিনি টেডি নিয়ে যান। হঠাৎ, করে দেখা পেলে সে বুঝবে আপনি তাকে কতটা ভালোবাসেন। অন্য রকম করে কাটান দিনটি। এমন ভাবে পালন করুন, যাতে আপনার ভালোবাসার অনুভূতি সব সময় তার মনে থাকে। 

910

আজ মনের কথা জানান চিঠিতে। এখন হাতে লেখা চিঠির চল উঠে গিয়েছে। এবার লিখে ফেলুন আপনি তাকে কতটা মিস করেন। তার কী দেখে প্রেমে পড়েছিলেন। ভালোবাসায় ভরপুর একটা চিঠি লিখে একটা গোলাপের সঙ্গে তাকে উপহার দিন। একেবারে অন্য রকম হবে মিসিং ডে।  

1010

রোম্যান্টিক মুভি ডে-টে (Romantic Movie Date) এর প্ল্যান করুন। হয়তো নানা কারণে অনেক দিন দেখা হয়নি, হয়তো বা দুজনে থাকেন আলাদা আলাদা শহরে। তাই ভার্চুলাল ডে়টিং-এর পরিকল্পনা করুন। অনলাইনে কোনও রোম্যান্টিক সিনেমা দেখুন। একেবারে অন্যরকম করে পালন করুন দিনটা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos