আপনার জীবনে অনেক মানুষ থাকতে পারে কিন্তু কিছু মানুষ আছে যাদের অনুপস্থিতি জীবন থেকে সুখ কেড়ে নেয়। হ্যাপি মিসিং ডে। এই শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন সেই মানুষকে যাকে আপনি প্রতি দিন মিস করেন। হতে পারে সে আপনার প্রাক্তন। কিন্তু, আজ এই দিনে এমন বার্তা পাঠাতেই পারেন তাকে। কে বা বলতে পারে, আপনার অনুভূতি বুঝতে পেরে, সে আবার ফিরে আসল।