সমীরা রেড্ডির শাশুড়ি হিসেবে জনপ্রিয় মঞ্জরী ভার্দে। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। তবে, তাঁর সব থেকে বড় পরিচয়, তিনি একজন শিল্পী। ৬৪ বছর বয়সে তাঁর হাতের আঁকা সকলের নজর কাড়ে। তাঁর সোশ্যাল মিডিয়া ঘাঁটলে, তাঁর আঁকা একাধিক ছবি দেখা যাবে। তিনি সব সময় ফিট থাকতে পছন্দ করেন। সব সময় রঙিন পোশাক পরতে দেখা যায় মঞ্জরী ভার্দেকে।