গল্পটা বছর দুয়েক আগের। বেহাইরি এমন একটি বিয়ের পোশাক তৈরি করেছিলেন যা চমকে দিয়েছিল বিশ্বকে। মিশরীয় এই ফ্যাশন ডিজাইন সেই বিয়ের পোশাকের উপরে এত হির লাগিয়েছিলেন যে তার মূল্য শুনলে সকলে চমকে যাবেন। ভারতীয় টাকার অঙ্কে ১১৪কোটি টাকার সামান্য কিছু কম। প্যারিসের হাউটে কোর্সে উইক-এর ব়্যাম্পে এই পোশাককে সামনে এনেছিলেন তিনি। পোশাকের এমন বহর দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সকলের। তবে, বিয়ের পোশাকে এটি সবচেয়ে দামি হলেও, শুধুমাত্র দামী পোশাক হিসাবে এটা সবচেয়ে দামি নয়। সে গল্পেও আমরা আসব।