তোমায় সাজাব যতনে কুসুম রতনে। এ তো রবি-কবির কথা। কিন্তু, কাব্যের আধার থেকে বেরিয়ে যদি সত্যি সত্যি যতনের সাজা যুক্ত হয় দুনিয়ার মণি-মুক্তোর ভিড়! তাহলে তো কথাই নেই। ধারে এবং ভারে তার যেমন দর উঠবে তেমনি তার সঙ্গে যদি যুক্ত হয় শিল্পীর অসামান্য শৈল্পের ছোঁয়া! তাহলে তো উঠবে বাহ! বাহ! আসলে সাজ-গোজ-সৌন্দর্য এগুলো এমন একটা বিষয় যা মানব সভ্যতার বৈভব এবং প্রাচুর্যের সঙ্গে মিশে শতকের পর শতক তৈরি করেছে এক মায়াবী জগত। অতিতে এমন উদাহরণের ইয়ত্তা নেই। কিন্তু প্রাচুর্য আর বৈভবের সঙ্গে শিল্পীর কল্পনার সীমা মাঝে মাঝে যখন সব আশ্চর্যের বেড়াজালটাকে ভেঙে দেয় তখন তৈরি হয় আরও এক কাহিনি (World's Most Expensive Wedding Gown)। এই প্রতিবেদনে এমনই এক কাহিনি। যার নায়ক ফ্যাশন ডিজাইনার হানি এল বেহাইরি (Hany El Behairy)। যিনি দুনিয়ার সবচেয়ে দামি বিয়ের পোশাক তৈরি করে সকলকে তাক লাগিয়েছিলেন।