ক্যাল ২৭, দ্য গ্রিল বাই দ্য পুল (১ জানুয়ারি)
বছরের প্রথম দিনটা বিদেশি খাবারের স্বাদ নিতে চলে যেতে পারেন এই ঠিকানায়। দুপুর ১টা থেকে ভূরিভোজের ব্যবস্থা রয়েছে। লাইভ ইন্ডিয়ান আর ইন্টারন্যাশনাল গ্রিল, সি-ফুড, রোস্ট, ডেসার্টের সমারোহে বুফের ব্যবস্থা রয়েছে। ট্যাক্স ছাড়া মাথাপিছু খরচ পড়বে ৩৫০০ টাকা। + 91-33-6612 3302/3939 নম্বরে কল করে টেবিল বুক করেও নিতে পারেন।