অলিভ অয়েল ও কালো বীজ তেল (Black Seeds Oil) দিয়ে বানিয়ে ফেলুন এই বিশেষ তেল। একটি পাত্রে সম পরিমাণ অলিভ অয়েল ও কালো বীজ তেল (Black Seeds Oil) মিশিয়ে নিন। এই তেল স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে যেমন দেখা দেবে না অকালপক্কতার সমস্যা তেমনই দূর হবে শুষ্ক চুলের সমস্যা।