থ্রেডিং কম করুন। এতে ব্রণ বেড়ে যায়। যাদের ত্বকে ব্রণর সমস্যা দেখা দেয়, তারা যতটা পারবেন কম থ্রেডিং করুন। আইভ্রু প্লাক করার সময় খেয়াল রাখুন যেন ব্রণ-র কোনও ক্ষতি না হয়। এতে ত্বকের সমস্যা বেড়ে যেতে পারে। তেমনই এমন ত্বকে ওয়্যাক্স করা উচিত নয়। এতে ব্রণ বৃদ্ধি পাবে। যখন ব্রণ থাকবে না তখন এমন রূপচর্চা করতে পারেন।