পিপিই কিট পরে শিক্ষক সংবর্ধনা, করোনা আতঙ্ক পাল্টালো ছবি

রীতিমতো পিপিই পরা কর্মীদের দিয়ে আগত শিক্ষক- শিক্ষিকাদের ওপরে স্প্রে করে স্যানিটাইজার ছড়ানোর পর শিক্ষকদের হলের ভেতর ঢোকানো হয়েছে। সংবর্ধনা দেওয়ার সময়ও ছিল পিপিই পরিধানকারি কর্মী ৷ 

Asianet News Bangla | Published : Sep 5, 2020 3:12 PM IST

14
পিপিই কিট পরে শিক্ষক সংবর্ধনা, করোনা আতঙ্ক পাল্টালো ছবি

স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যাসাগর স্মৃতিরক্ষা সমিতির ব্যানারে বেসরকারী উদ্যোগে শিক্ষক সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল শনিবার মেদিনীপুর শহরে ৷আয়োজন করেন তৃনমূলের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তথা প্রাথমিক শিক্ষক রমাপ্রসাদ গিরি। 

24

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে ওই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। করোনাবিধি মেনেই অনুষ্ঠান করা হয়েছে বলে দাবি করেছেন খোদ রমাবাবু। 

34

প্রতি বছরের মতো এবছরও মেদিনীপুর শহরের শিক্ষক সংবর্ধনার আয়োজন করেছিলেন কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি ৷  করোনা সংক্রমণের কারণে বিধি নিষেধ এর ঘেরাটোপে এই আয়োজন ছিল ৷  বিদ্যাসাগর হলে আয়োজিত এই সভাতে ৮৬ জন শিক্ষক-শিক্ষিকাডে আমন্ত্রণ করা হয়েছিল এবার সংবর্ধনার জন্য ৷ 

44

হলে আগত এই শিক্ষক শিক্ষিকাকে প্রবেশের আগে বিশেষ ভাবে স্যানিটাইজ করানো হয় ৷ প্রবেশ গেটেই দাঁড়িয়ে ছিলেন পিপিই পরা দুই কর্মী ৷ তাঁরা স্পের গান নিয়ে সকলকে স্যানিটাইজ করানোর পরে প্রবেশ করান হলে ৷ 

Share this Photo Gallery
click me!
Recommended Photos