বিক্ষোভে ফুটছে কাশ্মীর। তবে সেই বিক্ষোভ পাকিস্তানের বিরুদ্ধে। মুজফ্ফরাবাদের রাস্তায় স্বতঃস্ফূর্ত এই বিক্ষোভই এখন কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে বড় হাতিয়ার হয়ে উঠছে ভারতের। একবছর আগেই জম্মু ও কাশ্মীর রাজ্যের অধিকার খর্ব করে, সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। তারপর থেকেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে উঠছে চাপা দাবি। এমনকি পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্টকে কালা দিবস হিসাবে পালন করে থাকেন এখানকার বাসিন্দারা। জেনে নিন পাক অধিকৃত কাশ্মীর সম্পর্কে অজানা কিছু কথা।