উদযাপন হচ্ছে গণেশ চতুর্থী! একনজরে দেখেনিন কোথায় কি ভাবে সেজেছে গণপতি
ভারত জুড়ে পুজোর মেজাজ। সবাই মেতেছে গণেশ চতুর্থী উদযাপনে। এটি গণেশের বাৎসরিক উৎসব। কোথাও অতিকায় গণেশ তো কওথাও আবার নারকেল দিয়ে তৈরি গণেশ। আর এই রকমারি গণেশেই সেজে উঠেছে দেশের নানা প্রান্ত।
debojyoti AN | Published : Sep 2, 2019 1:09 PM IST / Updated: Sep 02 2019, 07:05 PM IST
নাগপুরের তত্ত্ব তোপ নগরের গণেশ মন্দিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গণেশ চতুর্থীর পুজো।
সোনার গণেশ দেখতে ভিড় জমেছে মুম্বইয়ের মাতুঙ্গা -তে। তবে শুধু সোনা দিয়েই নয় গণেশটি তৈরি মূল্যবান পাথর দিয়েও।
গণেশ পুজোয় মুম্বইয়ের এক প্যান্ডেল সেজে উঠেছে মহাকাশে চন্দ্রযান-২, এই থিমে।