ছেলের জন্মদিনে গালা পার্টি রিতেশের, অতিথির তালিকায় বি-টাউনের ঢল

ছেলের জন্মদিনে উৎসবে মাতলেন রিতেশ দেশমুখ। বাড়িতেই গালা পার্টির আয়োজন করলেন অভিনেতা। শনিবার রাতে সেই উপলক্ষ্যেই বি-টাউনের ঢল নামল জুহুতে। সকলেই তাঁদের সন্তানকে নিয়ে হাজির হলেন। দেখুন সেই তালিকা কারা কারা ছিলেন। 

debojyoti AN | Published : Nov 24, 2019 12:07 PM IST
17
ছেলের জন্মদিনে গালা পার্টি রিতেশের, অতিথির তালিকায় বি-টাউনের ঢল
রিতেশ দেশমুখের বাড়িতে বিশেষ পার্টি। ছেলের জন্মদিনে মেতে উঠল পরিবারের সকলেই। নিমন্ত্রণপত্র পেয়েছিলেন বি-টাউনের অধিকাংশ তারকাই। সন্তানদের নিয়ে পার্টিতে হাজির হলেন বিবেক ওবয়র।
27
ছেলেকে নিয়ে পার্টিতে হাজির হলেন তুষার কাপুর। ছেলের সঙ্গে পোজ দিয়ে তুললেন ছবি। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন বাদ থাকলেন না তুষার।
37
আরাধ্যাকে নিয়ে পার্টিতে হাজির হন ঐশ্বর্য ও অভিষেক। এদিন তাঁদেরকে একই সঙ্গে দেখা যায় রিতেশের বাড়িতে প্রবেশ করতে। পার্টিতে বেশ কিছুক্ষণ থেকে বেড়িয়ে যান এই দম্পতি।
47
জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে একের পর এক তারকাদের সমাবেশ ঘটে এদিন রিতেশের বাড়িতে। সেই মুহুর্তেই ফ্রেমবন্দী হন সকলেই।
57
এদিন পার্টিতে একটু দেরি করে পৌঁছলেও বচ্চন পরিবারের এই তিন সদস্য একই সঙ্গে এদিন পার্টি থেকে ফেরেন। সঙ্গে আরাধ্যাকে নিয়ে পোজ দিয়ে ছবিও তোলেন তিনি।
67
মেয়েকে নিয়ে পার্টিতে হাজির হয়েছিলেন এষা দেওল। পোজ দিয়ে মেয়েকে নিয়ে ছবিও তুললেন তিনি।
77
ফেরার পথে এদিন সকলেরই হাতে একটি করে লাল রঙের গুডি ব্যাগ লক্ষ্য করা যায়। জন্মদিনের রিটার্ন উপহার হিসেবে রিতেশের ছেলের তরফ থেকে সকলেই দেওয়া হয় এটি।
Share this Photo Gallery
click me!

Latest Videos