রিতেশ দেশমুখের বাড়িতে বিশেষ পার্টি। ছেলের জন্মদিনে মেতে উঠল পরিবারের সকলেই। নিমন্ত্রণপত্র পেয়েছিলেন বি-টাউনের অধিকাংশ তারকাই। সন্তানদের নিয়ে পার্টিতে হাজির হলেন বিবেক ওবয়র।
27
ছেলেকে নিয়ে পার্টিতে হাজির হলেন তুষার কাপুর। ছেলের সঙ্গে পোজ দিয়ে তুললেন ছবি। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন বাদ থাকলেন না তুষার।
37
আরাধ্যাকে নিয়ে পার্টিতে হাজির হন ঐশ্বর্য ও অভিষেক। এদিন তাঁদেরকে একই সঙ্গে দেখা যায় রিতেশের বাড়িতে প্রবেশ করতে। পার্টিতে বেশ কিছুক্ষণ থেকে বেড়িয়ে যান এই দম্পতি।
47
জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে একের পর এক তারকাদের সমাবেশ ঘটে এদিন রিতেশের বাড়িতে। সেই মুহুর্তেই ফ্রেমবন্দী হন সকলেই।
57
এদিন পার্টিতে একটু দেরি করে পৌঁছলেও বচ্চন পরিবারের এই তিন সদস্য একই সঙ্গে এদিন পার্টি থেকে ফেরেন। সঙ্গে আরাধ্যাকে নিয়ে পোজ দিয়ে ছবিও তোলেন তিনি।