ডাব্বুর ফ্রেমে লাস্যময়ী বলিউড, দেখুন তারকাদের নজর কাড়া ফোটোশ্যুটের ছবি

বলিউড অভিনেত্রীদের ফোটোশ্যুট থেকে শুরু করে উঠতি তারকাদের পোর্টফোলিও, যাঁর ক্যামেরার ফ্রেমেবন্দী তারকারা তিনি হলেন ডাব্বু রাতনানি। বলিউড থেকে টলিউড তারকাদের ডাকে সারা দিয়ে হাজির তিনি সর্বদা। ক্যালেন্ডার লঞ্চ থেকে শুরু করে ছবিতে ডিওপি-র কাজ, সবেতেই এক কথায় বাজিমাত করেন ডাব্বু। দেখে নিন তাঁরই ফ্রেমের ছোঁয়াতে অনবদ্য তারকাদের লুক।

debojyoti AN | Published : Nov 29, 2019 10:25 AM IST / Updated: Nov 29 2019, 04:36 PM IST
16
ডাব্বুর ফ্রেমে লাস্যময়ী বলিউড, দেখুন তারকাদের নজর কাড়া ফোটোশ্যুটের ছবি
ফোটোশ্যুটে ফ্রেমবন্দী জাহ্নবী কাপুর। মডেলিং তাঁর প্রফেশন না হলেও ডাব্বু পরিচালনায় মডেলদেরও টেক্কা দিলেন বলিউডের নতুন মুখ।
26
সাদা কালোর অনবদ্য কম্বিনেশনে ধরা দিলেন অক্ষয় কুমার। একদিকে সাদা ও অন্য দিকে কালো ঘোড়া সঙ্গে নিয়ে তোলা এই ছবি দেখে এক কথায় মুগ্ধ সকলেই।
36
হট লুকে ধরা দিলেন কৃতি। ডাব্বুর ফোটোশ্যুটে কৃতির পোজ মুহুর্তে উষ্ণতা ছড়িয়ে ছিল নেট দুনিয়ায়।
46
সাদা কালো ফ্রেমেই ধরা দিলেন হৃত্বিক রোশন। একই সঙ্গে হট লুকে ডাব্বুর ফ্রেমে কৃতি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই ছবি শেয়ার করেছিলেন ডাব্বু নিজেই।
56
ডাব্বু রতনানির ক্যামেরার ফ্রেমে অনবদ্য সানি। হট লুকে পোজ দিয়ে ছবি তুললেন সুইমিং পুলে। এই ছবি ডাব্বু নিজেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
66
বিপাশা বসুর মডেলিং দিয়েই শুরু কেরিয়ার জীবন। সেই হট অভিনেত্রীরই হট পোজ নিয়ে মাত করলেন ডাব্বু। মুহুর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
Share this Photo Gallery
click me!

Latest Videos