প্রোটিন সমৃদ্ধ খাবার খান। খাদ্যাতালিকায় রাখুন ডিম, মাছ, পেঁয়াজ, রসুন, কলা, ক্যাপসিকামের মতো পুষ্টিগুণ সম্পন্ন খাবার। এতে শরীর থাকবে সুস্থ। সঙ্গে Sexual Performance উন্নত হবে। সঠিক খাদ্যাভ্যাসে শরীর থাকবে সুস্থ। তাই পুষ্টি কর খাবার খান। এতে যেমন Sexual Performance উন্নত হবে তেমনই শরীর থাকবে সুস্থ।