সঙ্গমে বাড়ছে অনিহা, কেন কমে যাচ্ছে যৌন মিলনের চাহিদা, কী বলছেন বিশেষজ্ঞরা

যৌনতা এমনই একটা জিনিস যা নিয়ে অনেকেরই ভিন্ন রকমের ফ্যান্টাসি রয়েছে। একেকজন একেক রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে সমীক্ষায় দেখা গেছে, সারাদিনের কাজের শেষে ক্লান্ত শরীর যখন বিশ্রাম করে তখনই যৌনতাকে উপভোগ করেন কাপলরা। এই সময়েই যৌন চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু সমীক্ষায় দেখা গেছে, গরমে যৌন চাহিদা নাকি দ্বিগুন কমে যায়। কারণ প্যাচপ্যাচে গরমে শরীর ক্লান্ত হয়ে অবসাদ গ্রাস করে নারীকে। আর সেই কারণেই সঙ্গীনিকে চরম তৃপ্তি দেওয়ার পরিবর্তে সম্পর্ক ক্রমশ ফিকে হতে থাকে। 

Riya Das | Published : Apr 14, 2021 7:53 AM IST
17
সঙ্গমে বাড়ছে অনিহা, কেন কমে যাচ্ছে যৌন মিলনের চাহিদা, কী বলছেন বিশেষজ্ঞরা

ঘরবন্দি দশায় প্রত্যেকেই অনেক বেশি যৌন মিলনে মেতে উঠেছেন। কিন্তু সমীক্ষায় দেখা গেছে,  গরমকালে ম্যাজম্যাজে মেজাজ থাকে বেশিরভাগ মেয়েদের ।

27

সমীক্ষায় দেখা গেছে, গরমের দিনে ১৪ শতাংশের কম মহিলার মুড ঠিক থাকে না।

37

তবে শুধু মহিলারাই নন, পুরুষদের শরীরেরও এর প্রভাব পড়ে।  কারণ গরম কালে পুরুষের শরীরে  টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যায়।

47

আর সেই কারণের জন্যই  নারী ও পুরুষ উভয়েরই যৌন উত্তেজনা ক্ষীণ হয়ে পড়ে। যার ফলে কামশক্তি কমে আসে।

57

সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার অর্থাৎ  বছরের নিদির্ষ্ট  কিছু ঋতুতে অবসাদ মনকে গ্রাস করে। আর সেই ঋতুর তালিকায় রয়েছে গরমকাল। 

67


কম আলোয় মস্তিষ্ক থেকে সেরোটোনিনের ক্ষরণ কমে, যার ফলে যৌন উত্তেজনা প্রশমিত হয়। এবং সেই কারণেই  যৌন মিলনও শিথিল হতে থাকে।

77

অপর দিকে সেরোটোনিনের ক্ষরণ বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ও নারীর কামশক্তিও বেড়ে যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos