উদ্দাম সঙ্গমে লিপ্ত হচ্ছেন, করোনাকালে ভয়ঙ্কর জটিল রোগে আক্রান্ত হওয়ার আগে সাবধান

Published : Jun 16, 2021, 01:17 PM IST

করোনা আতঙ্কের মধ্যে যৌন সম্পর্ক নিয়ে চিন্তিত অনেকেই। করোনা আতঙ্কের প্রভাব পড়েছে এবার যৌন মিলনে। গত বছরেই করোনা পজিটিভ অনেকেরই বীর্য মিলেছিল এই মারণ ভাইরাস। চলতি বছরেও করোনা গ্রাস করেছে গোটা বিশ্বকে। তবে যৌনমিলন করলে করোনা ছড়ায়, এমন সংখ্যা না মিললে  অতিরিক্ত সঙ্গমের ফলে জটিল রোগও হচ্ছে একাংশের। আর করোনাকালে কোন রোগ হওয়ার মানেই কতটা ঝুঁকি, তা সকলেরই জানা। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্তি যৌনমিলন যেন বিপদ হয়ে না দাঁড়ায়, তার আগেই সতর্ক হোন।  

PREV
16
উদ্দাম সঙ্গমে লিপ্ত হচ্ছেন,  করোনাকালে ভয়ঙ্কর জটিল রোগে আক্রান্ত হওয়ার আগে সাবধান

 করোনা ঠেকাতে যৌন সঙ্গম বন্ধ রাখা উচিত না উচিত নয়, এই প্রশ্নও ছিল সকলের মুখে মুখে।

26

চিকিৎসকের মতে, স্পার্ম এর দ্বারা করোনা ভাইরাস ছড়ায় না। তাই চিন্তার কোনও কারণ নেই।

36


তবে যৌনমিলন করলে করোনা ছড়ায়, এমন সংখ্যা না মিললে  অতিরিক্ত সঙ্গমের ফলে জটিল রোগও হচ্ছে একাংশের। 

46

 চলতি বছরেও করোনা গ্রাস করেছে গোটা বিশ্বকে। আর করোনাকালে কোন রোগ হওয়ার মানেই কতটা ঝুঁকি, তা সকলেরই জানা। 

56


বিশেষজ্ঞদের মতে, অতিরিক্তি যৌনমিলন যেন বিপদ হয়ে না দাঁড়ায়, তার আগেই সতর্ক হোন।

66

চিকিৎসকরা আরও জানিয়েছেন, যৌন সম্পর্কে জড়ানোর আগে সচেতন হতে হবে। শারীরিক মিলনের আগে সঙ্গিনী সম্বন্ধে সবকিছু জেনে তারপর যৌনমিলন করুন।

click me!

Recommended Stories