বিশেষজ্ঞদের মতে, শরীর প্রয়োজনীয় বীর্য তৈরি করে। তা হস্তমৈথুনের মধ্যেমের শরীর থেকে বের করে মোটেও খারাপ নয়। হতেই পারে, শারীরিক মিলনের জন্য দুজনের সময় হয় না। আর রোজ সঙ্গম করা সকলের পক্ষে সম্ভবও নয়। সেক্ষেত্রে হস্তমৈথুন করলে তাতে কোনও ক্ষতি নেই। বরং, এভাবে শরীর থেকে বাড়তি বীর্য বের করলে শরীর সুস্থ থাকে।