যেবার সীমান্তে অনবরত যুদ্ধ লেগেছিল, সমানে মুহর্মূহু বোমা পড়ছিল, বুকে কেঁপে যেত আশঙ্কায়, রাতভর ঠাকুরকে ডেকেছিলাম যাতে বিপদ যেন তোকে কাত না করতে পারে, আজও বছরভরে সেই প্রার্থনাই করে যাই, আর অপেক্ষায় থাকি এই দিনটার জন্য, যেদিন মন খুলে তোকে বলতে পারি, 'ভালো থাকিস তুই'- ইতি- মনুয়া