রাখির দিনে ভাইদের জন্য বোনেদের বার্তা, এমন সেরা ১০টি বার্তা যা সকলের মন ছুঁয়ে যাবে

রাখি ভারতের বুকে সম্প্রতী ও ভালোবাসার এক অসামান্য উৎসব। যেখানে বোন তার ভাই-এর হাতে রাখি বেঁধে দেয়। এই রাখি বন্ধন উৎসবের মূল ভিত্তি হল ভাই-এর জন্য বোনের মঙ্গলকামনা। পুরাণেও রাখি উৎসবের চলের খবর মেলে। ফলে রাখি যে শুধু আধুনিক ভারতের একটা প্রচলিত প্রথা এমনটা ভাবার অবকাশ নেই। তবে, বেশ কয়েক শতক আগেই রাখি যে শুধুই ভাই ও বোনের মধ্যেকার সম্পর্কের প্রতীক থেকে বেরিয়ে এসে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনের অন্যতম প্রকাশ হিসাবে সামনে এসেছে। খোদ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনে সম্প্রীতির ঐক্যের বার্তা দিলেন রাখি উৎসব পালন করেছিলেন।  
 

Asianet News Bangla | Published : Aug 22, 2021 5:31 AM IST / Updated: Aug 22 2021, 11:54 AM IST
110
রাখির দিনে ভাইদের জন্য বোনেদের বার্তা, এমন সেরা ১০টি বার্তা যা সকলের মন ছুঁয়ে যাবে

তুই তখন ৩, আমি তখন ৪, আজ তুই কত বড়, কিন্তু আজও আমি দিদি তোর,  ভালো থাক ভাই- রাখির ভালোবাসা - ইতি দিদি

210

আমাদের তো ওই দুই- ভাই-এর কপালে দিলাম...,আর এই সময়ে ভাই-এর হাতে দিলাম ভালোবাসার গিঁট-এই ভালোবাসাই তোকে রক্ষা করবে সব থেকে- ভুলে যাস না আমার কথা, তোর পথ চেয়ে আমিও যে রই- ইতি- দিদি

310

রাখি ভারতের বুকে সম্প্রতী ও ভালোবাসার এক অসামান্য উৎসব। যেখানে বোন তার ভাই-এর হাতে রাখি বেঁধে দেয়। এখানে ভাই-এর মঙ্গলকামনায় বোনের এমনই আর্তি ফুটে উঠেছে।  কেটে যাক সব বাধা, কেটে যাক সব অনিশ্চিয়তা, তুই এগিয়ে চল তোর গতিতে, জানি তুই আসবি জয়ী হয়ে -ইতি- দিদি, 
 

410

জানিস দাদা- ছোটবেলায় বাবা-মা বলতো না 'আমরা করবো জয় নিশ্চয়...'ভুলে যাস না সে কথা- রাখির বন্ধনে দেখবি আমরা ফের এক হব- ইতি- বুনু

 

510

দেড় বছরের অদেখাতেও মরে যায়নি কিছু, তুই যেমন আছিস, তেমনি আমি আছি, তাই বলি ভরসা হারাস না, আমি তোর মরমেই রয়েছি- যেমন তুই আমাতে জুড়ে রয়েছিস, ভালো থাকিস, ইতি- বোন
 

610

যেবার সীমান্তে অনবরত যুদ্ধ লেগেছিল, সমানে মুহর্মূহু বোমা পড়ছিল, বুকে কেঁপে যেত আশঙ্কায়, রাতভর ঠাকুরকে ডেকেছিলাম যাতে বিপদ যেন তোকে কাত না করতে পারে, আজও বছরভরে সেই প্রার্থনাই করে যাই, আর অপেক্ষায় থাকি এই দিনটার জন্য, যেদিন মন খুলে তোকে বলতে পারি, 'ভালো থাকিস তুই'-  ইতি- মনুয়া

710

ভাবিস না যে পুজোর খরচটা এবারও বাঁচিয়ে ফেললি, আমি বলেই দিয়েছি, রাখি-তে কোনও গিফট নয়, সব জমিয়ে রাখ, আমি আসছি পুজোর কেনাকাটা সারতে, পকেটটা কিন্তু মজবুত করে রাখিস, আর আমার পাঠানো রাখিটা পরে নিবি- ইতি- বোন

810

 উরি-তে যে দিন জঙ্গি আক্রমণ হল, ভোররাতে তোকে স্বপ্নে দেখেছিলাম, আমি তখন ক্লাস নাইন, এই দিনটা এলেই মা এখনও ফুঁপিয় ফুঁপিয়ে কাঁদে. তার ছবিটা-র সামনে আজও আমি রাখিটা রাখি- তোর মতো সব শহিদদের, আমার 'হ্যাপি রক্ষাবর্ধন', যেখানে থাকিস ভালো থাকিস, -ইতি- তোর পিপলি

910

এই প্রথম তুই আর আমি আলাদা, এক স্কুল ছাড়া কতক্ষণ সময় একে অপরকে ছাড়া কাটিয়েছি!  না! তুই ও বলতে পারবি না, আমিও না, এখন তোর আমার সঙ্গী ভিডিও কল
জানি না মা ও আমি কবে বাড়ি ফিরব, তা বলে দুঃখ করিস না, 'হ্যাপি রাখি', ড্রয়ারে রাখা প্য়াকেটটা খুলে দেখিস- তোর জন্য রেখে এসেছি- - ইতি - হিয়া

 

1010

এই দিনটা এলেই আমার হাতে রাখি পরতি তুই, বলতি দিদি- বোন নেই তো কি হয়েছ, তুমি তো আছ, মা-এর বেঁধে দেওয়া রাখি দিদি-বোনের বাঁধা রাখির মতোই-আজও তোর ছবিটার সামনে রাখি দেই, এক সিপাই-এরও তো রক্ষাকবচ লাগে - ইতি- মা
 

Share this Photo Gallery
click me!

Latest Videos