রাখি ভারতের বুকে সম্প্রতী ও ভালোবাসার এক অসামান্য উৎসব। যেখানে বোন তার ভাই-এর হাতে রাখি বেঁধে দেয়। এই রাখি বন্ধন উৎসবের মূল ভিত্তি হল ভাই-এর জন্য বোনের মঙ্গলকামনা। পুরাণেও রাখি উৎসবের চলের খবর মেলে। ফলে রাখি যে শুধু আধুনিক ভারতের একটা প্রচলিত প্রথা এমনটা ভাবার অবকাশ নেই। তবে, বেশ কয়েক শতক আগেই রাখি যে শুধুই ভাই ও বোনের মধ্যেকার সম্পর্কের প্রতীক থেকে বেরিয়ে এসে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনের অন্যতম প্রকাশ হিসাবে সামনে এসেছে। খোদ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনে সম্প্রীতির ঐক্যের বার্তা দিলেন রাখি উৎসব পালন করেছিলেন।