ঘন ঘন সহবাসে লিপ্ত হচ্ছেন, অতিরিক্ত সঙ্গম ডেকে আনতে পারে চরম বিপদ

 যৌনমিলন শুধু শারীরিকই নয়, মানসিক দিক থেকেও রিলেশনশিপকে আরও মজবুত করে তোলে। শারীরিক মিলনের সময় এমন কিছু বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত, যাতে ভালবাসা আরও সুদৃঢ় হয়। বিশেষজ্ঞদের মতে, উদ্দাম যৌনমিলনের সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সেটা শারীরিক ও মানসিক সমস্যায় ফেলতে পারে।  সুতরাং বিয়ের আগে হোক কিংবা পরে যৌনমিলনের সময় সতর্ক থাকা ভীষণ জরুরি।

Riya Das | Published : Oct 1, 2021 9:43 AM IST
18
ঘন ঘন সহবাসে লিপ্ত হচ্ছেন, অতিরিক্ত সঙ্গম ডেকে আনতে পারে চরম বিপদ

যৌন সম্পর্ক নিয়ে অনেকেরই অনেকরকমের ফ্যান্টাসি রয়েছে।  সমাজ আধুনিক হলেও বিয়ের আগের যৌনতা নিয়ে ছুঁৎমার্গ যেন কাটছে না।
 

28

অনেকের মতেই বিয়ের আগে যৌনতার ক্ষেত্রে ধর্মীয় মতামতও একটি কারণ ছিল। এবং সেই কারণেই বিয়ের আগের যৌন মিলন সমাজের চোখে নিন্দনীয়।

38

কারণ বিয়ের আগের যৌনমিলনে আবাঞ্ছিত সন্তান সম্পত্তির অংশীদার হবে, ভাগ বসাবে এই ধারণাও ছিল মানুষের মনে।

48


কিন্তু বর্তমান আধুনিক যুগে এই ধারণা অনেকটাই বদলেছে। বিশেষজ্ঞদের মতে, বিয়ের আগে হোক কিংবা পরে যৌনমিলনের সময় সতর্ক থাকা ভীষণ জরুরি।

58


কিন্তু বর্তমান আধুনিক যুগে এই ধারণা অনেকটাই বদলেছে। বিশেষজ্ঞদের মতে, বিয়ের আগে হোক কিংবা পরে যৌনমিলনের সময় সতর্ক থাকা ভীষণ জরুরি।

68

যৌন মিলনের ফলে যৌনরোগ হওয়ারও প্রবল সম্ভাবনা থাকে। তাই সুরক্ষা বজায় রেখে সঙ্গমে লিপ্ত হলে কোনওরকম সমস্যা হবে না বলেই  জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

78

সম্পর্ককে মজবুত করতে মানসিক ভাবে সংযুক্তির বিশেষ প্রয়োজন। যৌনমিলন শুধু শারীরিকই নয়, মানসিক দিক থেকেও রিলেশনশিপকে আরও মজবুত করে তোলে। 

88

সঙ্গমের সময়টুকু শুধু নিজেদের  এবং পরমুহূর্তে বিষয়টা থেকে বেরিয়ে যাওয়া, এটাই কিন্তু ঠিক নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শারীরিক মিলনের পরেও এমন কিছু বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত, যাতে সম্পর্ক আরও দৃঢ় ও ভালবাসার হয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos