বৃহস্পতিবার সৌরভকে দেখতে আসতে পারেন দেবী শেঠি, খতিয়ে দেখবেন মহারাজের সমস্ত রিপোর্ট

Published : Jan 28, 2021, 09:48 AM ISTUpdated : Jan 28, 2021, 11:36 AM IST

বুধবার বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতাল মুখো মহারাজ। বুকে সামান্য ব্যাথা হলেও তা নিয়ে অবহেলা করতে নারাজ মহারাজ ও তার পরিবার। তাই তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে।

PREV
19
বৃহস্পতিবার সৌরভকে দেখতে আসতে পারেন দেবী শেঠি, খতিয়ে দেখবেন মহারাজের সমস্ত রিপোর্ট

মুহূর্তে এই খবর পৌঁছে যায় দেবী শেঠির কাছে। এর আগে তিনি ও দেশ-বিদেশ জুড়ে বিশিষ্ট কার্ডিও স্পেশালিষ্টদের তত্ত্বাবধানে চিকিৎসা হয় সৌরভের।

29

সেই সূত্রেই  খবর দেওয়া হল হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিকে। ভর্তি করে মাত্র ইসিজি ও ইকো কার্ডিওগ্রাম করানো হয়েছে সৌরভের।

39

ইসিজি রিপোর্ট এর সামান্য সমস্যা দেখতে পাওয়া মাত্রই দেবী শেঠিকে হাসপাতাল এর পক্ষ থেকে জানানো হয়। হাসপাতাল সূত্রে খবর বৃহস্পতিবার সৌরভ কে দেখতে আসতে পারে দেবি শেঠি।

49

কিছুদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন অসুস্থ হয়েছিলেন তখন দেবী শেঠি ভিডিও কনফারেন্সে নিত্য যোগাযোগ রাখতেন হাসপাতালে সঙ্গে।

59

হাজিরও হয়েছিলেন রাজ্যে, সৌরভের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মহারাজের শারীরিক অবস্থার আপডেট। 

69

দেবী শেঠির কথায়, সুস্থই আছেন সৌরভ, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন তিনি। একজন কুড়ি বছরে তরুণের হাটের মতোই সুস্থ সৌরভ।

79

তবে এই কদিনের মধ্যেই আবারও কেন বুকে ব্যথা তা খতিয়ে দেখা হচ্ছে। করানো হচ্ছে একাধিক রক্ত পরীক্ষা ও অ্যাঞ্জিওগ্রাম। 

89

সূত্রের খবর বৃহস্পতিবার সৌরভকে দেখতে এসে এইসব রিপোর্ট খতিয়ে দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

99

বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস

click me!

Recommended Stories