টেনিসের বাকি বিখ্যাত তারকাদের সাথে গ্র্যান্ড স্ল্যামের মুখোমুখি সাক্ষাতে অনেকটাই এগিয়ে আছেন রাফায়েল নাদাল। নোভাক জকোভিচের সাথে গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে মোট ১৬ বার মুখোমুখি হয়েছেন নাদাল। তিনি জিতেছেন ১০ বার, ৬ বার জিততে পেরেছেন জোকার। ১৪ বার তিনি গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি হয়েছিলেন ফেদেরারের। সেই লড়াইয়ে ১০-৪ ফলে এগিয়ে আছেন নাদাল।