২১ সপ্তাহ বিশ্ব টেনিস ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন তিনি। সঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে পাঁচটা গ্র্যান্ড স্ল্যাম। এক বার করে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), উইম্বলডন (২০০৪) এবং ইউএস ওপেন (২০০৬) জিতেছেন শারাপোভা। দু’বার ফরাসি ওপেন (২০১২, ২০১৪) জিতেছেন। তাঁর মোট সম্পত্তি ২১০০ কোটি টাকার বেশি। এছাড়া রয়েছেন তাঁর একাধিক গাড়ি।