নরম্যান প্রিচার্ড থেকে পিভি সিন্ধু, জানুন অলিম্পিক্সে ভারতের পদক জয়ের ইতিহাস

এখনও পর্যন্ত অলিম্পিকের ইতিহাসে মোট ২৮টি পদক জিতেছে ভারত। দলগত বিভাগে হকিতে ৮টি সোনা জিতলেও, ব্যক্তিগত বিভাগে এখনও পর্যন্ত ১টি সোনাই রয়েছে ভারতের ঝুলিতে। ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে টোকিও অলিম্পক্স। এবার পদক জয়ে নজর গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। টোকিও অলিম্পিক্স শুরুর আগে দেখে নিন পদক জয়ের ইতিহাস।

Sudip Paul | Published : Jul 19, 2021 5:54 AM IST / Updated: Jul 22 2021, 12:41 PM IST
116
নরম্যান প্রিচার্ড থেকে পিভি সিন্ধু, জানুন অলিম্পিক্সে ভারতের পদক জয়ের ইতিহাস

নরম্যান প্রিচার্ড-

১৯০০ সালে ভারতের হয়ে নরম্যান প্রিচার্ড রুপোর পদক জেতেন। সেবার প্য়ারিস অলিম্পিক্সে ২০০ মিটার দৌড় ও ২০০ মিটার হার্ডলসে তিনি এই পদক জেতেন।

216

হকি-
ভারতের একমাত্র সাফল্য বলতে দলগত ইভেন্ট হকিতে ৮ বার সোনা জয়। ১৯২৮ থেকে ১৯৫৬ টানা ৬ বার সোনা জেতে ভারত। এছাড়াও একটি রূপো ও দুটি ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। এছাড়াও ১৯৬৪ ও ১৯৮০ সালে সোনা জিতেছিল ভারত। কিন্তু তারপর থেকে হকিতেও আর সাফল্য আসেনি।

316

খাসাবা দাদাসাহেব যাদব-

১৯০০ সালের পর ব্যক্তিগত ইভেন্টে পদক পেতে স্বাধীনতার পরে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। ১৯৫২ সালে খাসাবা দাদাসাহেব যাদব কুস্তিতে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন।

416

লিয়েন্ডার পেজ-
১৯৫২-র পর ফের ৪৪ বছরের প্রতীক্ষা। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে লন টেনিসে ব্রোঞ্জ জেতেন লিয়েন্ডার পেজ।
 

516

কর্ণম মালেশ্বরী-
২০০০ সালের সিডনি অলিম্পিক্সে কর্ণম মালেশ্বরী ওয়েটলিফটিংয়ে ব্রোঞ্জ জেতেন। এই প্রথম কোনও ভারতীয় মহিলা অলিম্পিক্স পদক পান।
 

616
রাজ্যবর্ধন সিং রাঠৌর- ২০০৪ আথেন্স অলিম্পিক্সে শুটিংয়ে (ডবল ট্র্যাপ) রুপো জেতেন রাজ্যবর্ধন সিং রাঠৌর। শুটিংয়ে এই প্রথম কোনও পদক পায় ভারত।
716

অভিনব বিন্দ্রা-
২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জেতেন অভিনব বিন্দ্রা। এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা পায় ভারত।
 

816

বিজেন্দ্র সিং-
২০০৮ বেজিং অলিম্পিক্সে বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন বিজেন্দ্র সিং। হরিয়ানার এই যুবক তবে থেকেই ভারতীয় খেলাধূলার ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন।

916

সুশীল কুমার-
২০০৮ অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পরে ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে কুস্তিতে রুপো জেতেন সুশীল কুমার।
 

1016

গগন নারং-

২০১২ লন্ডন অলিম্পিক্সে শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন গগন নারং।

1116

বিজয় কুমার-

২০১২ লন্ডন অলিম্পিক্সে শুটিংয়ে দুটি পদকক পায় ভারত। রুপো জেতেন বিজয় কুমার।

1216

যোগেশ্বর দত্ত-
লন্ডন অলিম্পিক্সে ২০১২ সালে ৬০ কেজি ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ পান যোগেশ্বর দত্ত।
 

1316

মেরি কম-
বর্তমানে বক্সিংয়ে ৬ বারের বিশ্বজয়ী মেরি কমও লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন।
 

1416

সাইনা নেহওয়াল-
২০১২ অলিম্পিক্সে প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে ব্রোঞ্জ জেতেন সাইনা নেহওয়াল।

1516

পিভি সিন্ধু-
২০১৬ রিও অলিম্পিক্সে পিভি সিন্ধুর হাত ধরে প্রথমবার  ব্যাডমিন্টনে রূপো জেতে ভারত।

1616

সাক্ষী মালিক-
২০১৬ রিও অলিম্পিকে মহহিলাদের ৫৮ কেজি বিভাগে কুস্তিতে ব্রোঞ্জ জেতেন সাক্ষী মালিক।

Share this Photo Gallery
click me!

Latest Videos