মারণ ভাইরাসকে হারিয়ে দিনে ৮ ঘণ্টা ট্রেনিং, রেস ওয়াকিংয়ে সোনা জেতাই এখন লক্ষ্য প্রিয়াঙ্কা গোস্বামীর

হকি, শুটিং, টেনিস, ব্যাডমিন্টন, সুইমিংয়ের মাঝে রেস ওয়াকিংয়ে জাতীয় স্তরে নিজের পরিচয় তৈরি করেছেন প্রিয়াঙ্কা গোস্বামী। টোকিও অলিম্পিক্সে যে যে বিভাগে ভারত পদকের অন্যতম দাবিদার তারমধ্য অন্যতম হল রেস ওয়াকিং। ক্রিকেট-ফুটবলের দেশে জনপ্রিয়তায় একটু ঘাটতি থাকলেও, জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন প্রিয়াঙ্কা। চলুন জানা যাক তার লড়াইয়ের কাহিনি।
 

Sudip Paul | Published : Jul 17, 2021 3:28 PM IST / Updated: Jul 17 2021, 09:04 PM IST

112
মারণ ভাইরাসকে হারিয়ে দিনে ৮ ঘণ্টা ট্রেনিং, রেস ওয়াকিংয়ে সোনা জেতাই এখন লক্ষ্য প্রিয়াঙ্কা গোস্বামীর

১০ মার্চ ১৯৯৬ সালে উত্তর প্রদেশের মেরঠের বাসিন্দা প্রিয়াঙ্কা গোস্বামী। বর্তমানে অলিম্পিকে পদক জয়ের স্বপ্নে বিভোর এই রেস ওয়াকার।                         ছবি সৌঃ ইনস্টাগ্রাম

212

ছোট বেলা থেকেই অ্যাথলেটিক্সের প্রতি আগ্রহ ছিল প্রয়াঙ্কার। প্রথমে দৌড় ও পরে জিমন্যাস্টিকে যোগ দেন তিনি। তারপরে ফিজিক্যাল ট্রেনিংয়ে যোগ দেন।                      ছবি সৌঃ ইনস্টাগ্রাম

312

কিন্তু প্রিয়াঙ্কার রেস ওয়াকিং আসার পেছনে রয়েছে একটি মজার ঘটনা। ক্লাস ইলেভে পড়ার সময় জেলা স্তরে একটি প্রতিযোগিতা হত। যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হত তাদের পুরষ্কারের সঙ্গে একটি বিশেষ ব্যাগ দেওয়া হত।                           ছবি সৌঃ ইনস্টাগ্রাম

412

সেই ব্যাগের পাওয়ার আশায় সব প্রতিযোগিতায় নাম দেন প্রিয়াঙ্কা। কিন্তু সাফল্য আসেনি। শেষে ব্যাগের লোভে রেস ওয়াকিংয়ে নাম দিয়ে তৃতীয় হন এবং পুরষ্কার ও ব্যাগটি জেতেন।                ছবি সৌঃ ইনস্টাগ্রাম

512

সেখান থেকেই রেস ওয়াকিংয়ে আসা প্রিয়াঙ্কার। তারপর জেলা ও রাজ্যস্তরে একের পর এক প্রতিযোগিতা জিতে, কঠোর পরিশ্রম করে দেশের সেরা রেস ওয়াকার হয়ে ওঠেন প্রিয়াঙ্কা।             ছবি সৌঃ ইনস্টাগ্রাম

612

বর্তমানে রেস ওয়াকিংয়ে দেশের সেরা চব্বিশের বছরের এই অ্যাথলিট। ফেব্রুয়ারি মাসে জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিক্সের টিকিট পাকা করেছেন প্রিয়াঙ্কা।                      ছবি সৌঃ ইনস্টাগ্রাম

712

২৯ মিনিট ৫৪ সেকেন্ডে ২০ কিলোমিটার হাঁটার রেকর্ড ভেঙেছেন প্রিয়াঙ্কা। ২৮ মিনিট ৪৫ সেকেন্ডে ২০ কিমি অতিক্রিম করেছেন তিনি।                         ছবি সৌঃ ইনস্টাগ্রাম

812

মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা। ফলে অলিম্পিকের আগে কিছুটা অনুশীলনেও ঘাটতি ঘটে। পরে ট্র্যাকে ফিরে দুর্বলতাও অনুভব করেন তিনি।                          ছবি সৌঃ ইনস্টাগ্রাম

912

তরপর দুবেলা কঠোর অনুশীলন করে অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করেন প্রিয়াঙ্কা। প্র্যাক্টিস আর ট্রেনিং মিলিয়ে ৭-৮ ঘণ্টা অনুশীলন করেছেন প্রিয়াঙ্কা।                     ছবি সৌঃ ইনস্টাগ্রাম

1012

ট্র্যাকের বাইরে ব্যক্তিগত জীবনে খুবই হাসি-খুশি প্রিয়াঙ্কা। ছবি তুলতে খুবই ভালবাসেন তিনি। বিভিন্ন মুডের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।                               ছবি সৌঃ ইনস্টাগ্রাম

1112

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় প্রিয়াঙ্কা। তার যথেষ্ট ফ্যান-ফলোয়ার্সও রয়েছে। তার একটি ছবিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।                              ছবি সৌঃ ইনস্টাগ্রাম

1212

তবে বর্তমানে প্রিয়াঙ্কা গোস্বামীর পাখির চোখ অলিম্পিক্স। টোকিও থেকে পদক নিয়েই দেশে ফিরতে চান এই রেস ওয়াকার। দেশবাসীর পাশাপাশি এশিয়ানেট নিউজের পক্ষ থেকেও শুভেচ্ছা প্রিয়াঙ্কা গোস্বামীকে।                                          ছবি সৌঃ ইনস্টাগ্রাম

Share this Photo Gallery
click me!
Recommended Photos