ভারত্তোলনে টোকিও অলিম্পিকে রূপো জিতে ইতিহাস তৈরি করেছেন মীরাবাঈ চানু। তার সৌজন্যেই পদক তালিকায় নাম তুলেছে ভারত। কিন্তু এবার চানুর রূপো বদলে যেতে পারে সোনায়। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
Sudip Paul | Published : Jul 26, 2021 3:22 PM / Updated: Jul 26 2021, 08:19 PM IST
ভারোত্তলনে ৪৯ কেজি বিভাগে রূপো জিতে দেশকে গর্বিত করেছেন মীরাবাই চানু। সোনা জিতেছেন চিনের ঝিহুই হোউ।
স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে চিনের ঝিহুই হোউ ২১০ কেজি ভারোত্তোলন করেছিলেন। চানু করেছিলেন ২০২ কেজি।
কিন্তু এবার চানু রূপো বদলে যেতে পারে সোনায়। নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই জল্পনা।